আইএস-বিরোধী সর্ববৃহৎ ফতোয়া ভারতীয় ওলামাদের

নভেম্বর ১৮, ২০১৫

34প্যারিস হামলার কয়েক দিন আগেই আইএস-বিরোধী একটি ঘটনা ঘটে ভারতে। এই জঙ্গিগোষ্ঠীর যাবতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের ১ হাজার ইমাম, মুফতি এবং ইসলামী চিন্তাবিদের সাক্ষরিত একটি ‘ফতোয়া’ তুলে ধরে জাতিসংঘ। ইউএস অ্যালায়েন্স অব সিভিলাইজেশন (ইউএনএওসি)-এর মাধ্যমে আইএসের বিরুদ্ধে সর্ববৃহৎ ফতোয়ার প্রকাশ ঘটে। এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আইএস-বিরোধী ধারণার সমন্বয় ঘটাতেই এ উদ্যোগকে সাধুবাদ জানায় ইউএনএওসি। এ ফতোয়ায় আইএস-কে ইসলামবিরোধী বলে তুলে ধরা হয়। মুম্বাইভিত্তিক ইসলামিক ডিফেন্স সাইবার সেল-এর হেড ড. আবদুর রহমান আঞ্জারিয়া মাস দুয়েক আগেই আইএসের বিরুদ্ধে এই ফতোয়া দিয়েছিলেন। তিনি দারুল উলুম আলি হাসান আহলে সুন্নাতের মুফতি মোহামেদ মঞ্জার হাসান খান আহরাফি মাসবাহিকে জিজ্ঞাসা করেন, নিরীহ মানুষকে হত্যা করা কি ইসলামী শরিয়াহ সমর্থন করে কি না? জবাবে মিসবাহি ভলেন, পবিত্র কোরআন একজন নিরীহ মানুষকে হত্যা মানে মনুষ্যত্বকে হত্যা বলে ঘোষণা করেছে। আইএস নিঃসন্দেহে ইসলামবিরোধী কাজ করছে। কোনো অবস্থাতেই এসব জঙ্গিগোষ্ঠী কোনো কার্যকলাপকে ইসলাম সমর্থন করে না। এদের চিন্তা-ভাবনা ও এ ধরনের কার্যকলাপের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে ভারতের নেতৃত্বস্থানীয় মুসলিম সংগঠনগুলো এ ফতোয়ার সমর্থনে দ্বিধাবিভক্ত হয়েছে। এখন পর্যন্ত ১০৭০ জন ইমাম, মুফতি এবং ইসলামিক চিন্তাবিদ এ ফতোয়াকে সমর্থন করেছেন। এর পক্ষে রয়েছে দিল্লির জামে মসজিদ, আজমির দরগাহ, জামিয়াতুল উলেমা মহারাষ্ট্র, উলেমা কাউন্সিল এবং জামিয়াত আহলে হাদিস এ ফতোয়াকে সমর্থন জানিয়েছে। আগস্টের ১৫ তারিখে আঞ্জারিয়া এই ফতোয়া পাঠিয়েছেন কয়েকটি রাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে। প্রেসিডেন্ট এবং রাজনীতিবিদদের কাছেও তা পাঠানো হয়েছে। এই ফোতায়ার একটি কপি পাওয়ার কথা স্বীকার করা হয়েছে মোদির অফিস থেকে। আঞ্জারিয়া জানান, আইএসের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ফতোয়া যা ভারতীয় ওলামাদের পক্ষ থেকে প্রকাশ করা হলো। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.