ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নভেম্বর ১৫, ২০১৫

09ব্রাহ্মণবাড়িয়া: এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা নাগরিক ফোরামের উপদেষ্টা শাহ আলম, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক পীযূষের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন আদাউর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। এ সময় সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সঙ্গে থাকা পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।

নভেম্বর ১৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.