প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

নভেম্বর ১৫, ২০১৫

07আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী সিউলে এ বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভে প্রায় এক লাখ লোক অংশ নিয়েছে। তাদের মধ্যে ট্রেড ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রুপের লোকজন ছিল। প্রেসিডেন্টের ব্যবসাবান্ধব নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভে অংশ নেয়।

সম্প্রতি শ্রমবাজারে নমনীয়তা আনতে প্রেসিডেন্ট পার্ক গিউন শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে মালিকদের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেন। প্রেসিডেন্টের এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিক্ষোভে অংশ নেয় ট্রেড ইউনিয়নগুলো। এ ছাড়া দেশটির স্কুলগুলোতে ইতিহাসের নতুন পাঠ্যবইয়ে সাবেক স্বৈরশাসকদের অপরাধ ঢাকার চেষ্টার অভিযোগে অন্য গ্রুপগুলো পৃথক বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা ‘প্রেসিডেন্ট গিউন হাই পদত্যাগ কর’ বলে স্লেগান দিচ্ছিল। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। প্রসঙ্গত, মাত্র দুই বছর আগে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন পার্ক গিউন হাই।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.