প্যারিসে হামলায় তিন দল জড়িত

নভেম্বর ১৫, ২০১৫

01ঢাকা: প্যারিস হামলার পেছনে তিনটি দল জড়িত ছিল এবং তারা আলাদাভাবে হামলা করেছে। ফ্রান্সের তদন্তকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। শুক্রবারের ওই হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫০ জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রসিকিউটর ফাঁসোয়া মোলিস বলেছেন, তারা কিভাবে-কোত্থেকে এসেছে এবং তাদের কারা অর্থ দিয়েছে সেগুলো আমরা খুঁজে বের করব। তিনি আরো জানিয়েছেন, ওই হামলায় নিহত সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন। এছাড়া নিহত এক হামলাকারীর পরিচয় পেয়েছে ফরাসি পুলিশ। সে প্যারিসেরই একটি শহরতলীর বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে।

এদিকে হামলার পর ফ্রান্সে আড়াই হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরে সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ অফিস বন্ধ রয়েছে। অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আইফেল টাওয়ার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.