সুন্দরবন রক্ষার দাবিতে জাতীয় কনভেনশন

নভেম্বর ১৪, ২০১৫

16ঢাকা: সুন্দরবন রক্ষার দাবিতে জাতীয় কনভেনশন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কনভেনশনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

কনভেনশনে আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু প্রমুখ।

কনভেনশনে প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার গত ১০ বছরে শতশত মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে, আর এখন সুন্দরবনকে ক্রসফায়ার দিতে চাইছে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মানুষের ক্রসফায়ার ঠেকাতে পারছি না। কিন্তু সুন্দরবনকে ক্রসফায়ার দিতে চাইলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তকে রাষ্ট্রঘাতী হিসেবে উল্লেখ করে আবুল মকসুদ বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে আমরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। আমরা সরকারের কোনো উন্নয়নের বিরোধিতা করি না। যে প্রকল্প গোটা জাতির সর্বনাশ করে তার বিরোধিতা করি।

নভেম্বর ১৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.