২ কোটি টাকায় আমার ছেলেকে খুন করা হয়েছে

নভেম্বর ১৩, ২০১৫

03নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে নূর হোসেন হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বলে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করলেও টাকা সংক্রান্ত নতুন তথ্য দিয়েছে একই ঘটনায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের পরিবার।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ইব্রাহিমের বাবা ওহাব মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ইব্রাহিমের মা নূরজাহানও উপস্থিত ছিলেন।

ইব্রাহিমের বাবা অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষের লোকজনই নূর হোসেনকে ২ কোটি টাকা দিয়ে আমার ছেলেকে হত্যা করে।’

তিনি আরো বলেন, ‘ইব্রাহিমের সঙ্গে সোনারগাঁ এলাকার আনু ও শিমড়াইল এলাকার মজিবুর নামের দুজনের বিরোধ ছিল। তারা চেষ্টা করেছিল আমাদের জমি দখলে নিতে। এর বিরোধিতা করার কারণেই আমার ছেলে ইব্রাহিমের বিরুদ্ধে ৪টি মামলা করে। পরে অ্যাডভোকেট চন্দন সরকার ওইসব মামলায় ইব্রাহিমকে জামিন করায়।’

ওহাব মিয়ার দাবি, যে কোনো মূল্যে নূর হোসেনের কণ্ঠে যাতে প্রকৃত ঘটনা উঠে আসে সেজন্য প্রশাসন ও সরকার যেন কাজ করে।

কান্নাজড়িত কণ্ঠে ওহাব মিয়া বলেন, ‘আশা করব, আমার ছেলে ইব্রাহীমকে প্রতিপক্ষ কারা কারা হত্যা করিয়েছে আজ আদালতে নূর হোসেন বলে যাবে। আর সেই অপেক্ষায় রয়েছি আমরা।’

প্রসঙ্গত, এর আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেছিলেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে নূর হোসেন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.