রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণে স্থানীয় নির্বাচন

নভেম্বর ১১, ২০১৫

17জাতীয় সংসদ ভবন থেকে: আগামীতে সকল স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় প্রার্থীদের জাতীয় নির্বাচনের জন্য সংরক্ষিত প্রতীক নিতে হবে। এই বিধান কার্যকর করতে বিদ্যমান স্থানীয় সরকার আইনগুলো সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে পৃথক চারটি বিল উত্থাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর)  বিলগুলো উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এসময় সংসদে সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

উত্থাপিত বিলগুলো হচ্ছে- স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১৫, স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১৫ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০১৫।

বিলগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতির ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ হতে সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের গণতান্ত্রিক এই প্রত্যাশার প্রতি গুরুত্ব প্রদান করে রাজনৈতিক দলসমূহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং যথাযথভাবে রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ সৃষ্টি হবে।

বিবৃতির ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার আইনে নির্বাচনে প্রার্থিতার জন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। এজন্য রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার বিধান সংযোজন প্রয়োজন। তাই আইনের ২ ধারায় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা সুনির্দিষ্ট করা দরকার। এছাড়া, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ণও প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার (সিটি কপোরেশন) আইন-২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন-১৯৯৮ ও স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন-২০০০-এর ধারা ২ সংশোধন করাসহ আইনের অপরাপর ৩টি ধারায় প্রয়োজনীয় অনুচ্ছেদ সংশোধনের জন্য এই বিল আনা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.