আইএসের বিমান ঘাঁটিতে সিরীয় সেনা

নভেম্বর ১১, ২০১৫

28সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে আইএসের (ইসলামিক স্টেট) অবরোধ ভাঙার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বে অবস্থিত কুয়াইরিস বিমান ঘাঁটি রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় সেনাবাহিনীর ইউনিটগুলো। তারা সেখান থেকে বিপুলসংখ্যক বিদ্রোহীকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। প্রায় দুই বছর ধরে ঘাঁটিটি অবরোধ করে রেখেছিল আইএস সদস্যরা।

সরকারপন্থী বাহিনীর যোদ্ধা ও রাশিয়ান বিমান হামলার সহায়তায় সিরীয় বাহিনী ঘাঁটিটি থেকে আইএস সদস্যদের হটাতে সক্ষম হয়। এদিকে ভূমধ্যসাগরীয় শহর লাতাকিয়ায় বিদ্রোহীদের গোলাবর্ষণে অন্তত ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে পর্যবেক্ষক সংস্থাটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.