বাংলাদেশে নির্ভরযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে মনে করছে যুক্তরাষ্ট্র

নভেম্বর ১১, ২০১৫

15ঢাকা: বাংলাদেশে এখনও ‘সত্যিকার এবং নির্ভরযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, ঐতিহ্যগতভাবে মধ্যপন্থী দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বিদেশীদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে।

গতকাল মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

ঐ সতর্কতায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি খুনের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভ্রমণ সতর্কতা জারি করলেও এবার খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ই এই সতর্কতা জারি করল। যুক্তরাষ্ট্র ব্লগার হত্যা এবং আরো একাধিক হত্যা এবং বোমা নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছে, ‘আরো হামলার সম্ভাবনা রয়েছে।’ ‘বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.