যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না

নভেম্বর ৯, ২০১৫

24গাজীপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়া ভাঙচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না থাকলে কোনো আলোচনায় ফলপ্রসূ হয় না। যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই।’

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গনে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫ তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, ‘রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে ফিরে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।’

আগামী নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.