সংবিধান দিবসে সংবিধানে সাম্প্রদায়িক ধারাসমূহ বাতিলের দাবি

নভেম্বর ৫, ২০১৫

13মহান সংবিধান থেকে সকল সাম্প্রদায়িক ধারা বাতিল করার দাবি জানিয়ে সংবিধান দিবস পালন করেছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। ১৯৭২ সালের ০৪ নভেম্বর জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান। এ উপলক্ষে গত ০৪ নভেম্বর বুধবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক কামাল লোহানী। আলোচনায় অন্যান্যের মধ্যে জাতীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সামজতান্ত্রিক দলের আহবায়ক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক ডাক্তার মুস্তাক হোসেন এবং সদস্য সচিব অধ্যাপক বদিউর রহমান।

সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান থেকে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করার দাবি জানান। এছাড়া, বাংলাদেশে বসবাসরত সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিও জানান তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.