কল ডাইভাড করে টাকা উত্তোলন, আটক ৪

নভেম্বর ৪, ২০১৫

11নোয়াখালী: শহরের মাইজদী ইউসিবি ব্যাংক (ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক) একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগে ভাই-বোনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের ল-ইয়ার্স কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাইজদীর ল-ইয়ার্স কলোনির বাসিন্দা ফয়সাল আহম্মদের স্ত্রী তাহমিনা সুলতানা (২৪), তাহমিনার ছোট ভাই ও গিয়াস উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন রাহাত (১৯), রাহাতের বন্ধু ও একই এলাকার মহিবুর হকের ছেলে ফাহিমুল হক জিসান (১৮) এবং ফয়েজ উদ্দিন মাহমুদের ছেলে রাব্বি (১৮)।

ব্যাংক একাউন্ট মালিক শারমীন আহম্মেদ জানান, তার আপন ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা সুলতানা আত্মীয়তার সূত্রে প্রায় তাদের বাসায় যাতায়াত করতেন। এ কারণে তাদের পারিবারিক অনেক বিষয় তাহমিনার জানা ছিল। এরই সুযোগে কোনো এক সময় তাহমিনা তার ব্যাংক একাউন্টের চেক বইয়ের দুইটি চেক ছিঁড়ে নিয়ে যায়। এছাড়াও তাহমিনা শারমীনের মোবাইল নম্বরটি তার নম্বরের সঙ্গে ডাইভাড করে নেন।

পরে শারমীন তার মোবাইল নম্বর ডাইভাডের বিষয়টি স্বামী মো. আকবর হোসেনকে জানালে তিনি ডাইভাড বন্ধ করে দেন। এ সময় ওই নম্বরে একটি মেসেজ আসে তার একাউন্ট থেকে ১৮ লাখ টাকা ক্যাশ আউট করা হয়েছে।

দ্রুত তারা বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানালে তিনি বলেন, ‘আপনার ছোট ভাই আজ দুপুরে ১৮ লাখ টাকার একটি চেক নিয়ে আসে উত্তোলন করার জন্য। পরে আমরা আপনাকে ফোন দিলে আপনিইতো বলেছেন অসুস্থ অবস্থায় ঢাকায় আছেন। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আপনার টাকা প্রয়োজন। যেন ১৮ লাখ টাকা আপনার ভাইয়ের কাছে দিয়ে দেওয়া হয়।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন   জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১৭ লাখ ৪৫ হাজার টাকাসহ চার প্রতারককে আটক করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.