ঢাবির ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র জালিয়াত চক্রের ১২ জন আটক

অক্টোবর ৩০, ২০১৫

01ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিজ্ঞান অনুষদের অধীন এ ভর্তি পরীক্ষার আগের রাতে এ আটকের ঘটনা ঘটল।
প্রক্টর বলেন, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে জোবায়ের নামের এক ভর্তি পরীক্ষার্থীকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের মোট ১২ জনকে আটক করে ডিবি পুলিশ।

ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জালিয়াতির পদ্ধতি সম্পর্কে সহকারী প্রক্টর রবিউল ইসলাম   বলেন, প্রশ্নপত্র দিয়ে উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার প্রলোভনে জালিয়াত চক্রের সদস্যরা প্রথমে জোবায়েরের সঙ্গে যোগাযোগ করে। এরপর জোবায়েরের মাধ্যমে আরও প্রায় ২০ জনকে ঠিক করে চক্রটি, যারা টাকা দিয়ে প্রশ্ন পেতে চুক্তিবদ্ধ হয়। ওই পরীক্ষার্থীদের কাছ থেকে চক্রটি প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।

ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজুল ইসলাম    জানান, আটককৃতরা সাধারণ পরীক্ষার্থীদের প্রশ্নপ্রত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। তারা বিভিন্ন পরীক্ষার কিছুদিন আগে থেকে এ ধরনের কর্মকাণ্ড চালাতো।
অক্টোবর ৩০, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.