কী কী রয়েছে মার্কিন রণতরী ‘ইউএসএস-ল্যাসেন’-এ?

অক্টোবর ২৯, ২০১৫

26দক্ষিণ চিন সাগরে পাঠানো ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মার্কিন রণতরী ‘ইউএসএস-ল্যাসেন’ আক্ষরিক অর্থেই, সর্বাধুনিক।

বিশেষ ধরনের ‘এজিস’ প্রতিরক্ষা ব্যবস্থা তো ওই যুদ্ধজাহাজে রয়েছেই, তা ছাড়াও ওই রণতরীতে রয়েছে দু’টি সি-হক হেলিকপ্টার, টোমাহক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আকাশে টহলদারির বিমান।

ওই যুদ্ধজাহাজ থেকে আকাশে ওড়া বিমান থেকে ছোঁড়া যায় ক্ষেপণাস্ত্রও। ওই মার্কিন রণতরীতে রয়েছে একেবারে সর্বাধুনিক রাডার ব্যবস্থাও।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.