ঢাক-ঢোলের হাট চলছে কিশোরগঞ্জে

অক্টোবর ১৯, ২০১৫

16বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে চলছে তিনদিনব্যাপী এক ঢাকঢোলের হাট।

বলা হচ্ছে প্রায় ৫০০ বছরের পুরোনো এই হাট। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের অন্যতম অনুসঙ্গ হলো ঢাকের বাজনা। এই হাটে প্রতি বছর দুর্গাপূজার সময় বিভিন্ন জেলা থেকে পূজা আয়োজনকারীরা আসেন ঢাকি ও অন্যান্য বাদ্যযন্ত্রী ভাড়া করতে। নানা জেলা থেকে জড়ো হন ঢাকিরা। পাঁচদিন ধরে দিন-রাত সেখানে শোনা যায় ঢাকের বাজনা। কটিয়াদি উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার সাহা বলছিলেন স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী, এ মেলার ইতিহাস অন্তত পাঁচশো পছরের পুরনো।

ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে পূজার আয়োজনের জন্য সেরা ঢাকির খোঁজ করতে গিয়ে বিক্রমপুর পরগনার প্রসিদ্ধ সব ঢাকিকে আমন্ত্রণ জানান। তারপর সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে।সেই সময় থেকে ঢাক-ঢোলের হাটের শুরু।দিলীপ কুমার সাহা বলছিলেন, “এ হাটে হাটে ঘুরে ঘুরে বাদকদের বাজনা পরখ করে দেখেন পূজা আয়োজনকারীরা। ঢাকীদের বাজনা পছন্দ হলে আর দরদামে মিল হলে এখান থেকেই পূজামণ্ডপে বাজানোর জন্য ঢাকি নিয়ে যায়”।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.