সামুদ্রিক সম্পদে অর্থনীতি শক্তিশালী হবে

অক্টোবর ১৩, ২০১৫

08মেহেরপুর: সমুদ্রের তলায় যে মূল্যবান সম্পদ রয়েছে তা যদি ঠিকমত আহরণ করা যায় তাহলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম. ফরিদ হাবীব (এনবিপি, এনডিসি, পিএসসি)।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ভৈরব নদ খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ফরিদ হাবীব বলেন, ‘বর্তমান সরকারের আন্তরিকতায় ত্রিমাত্রিক নৌ বাহিনী গঠনের মাধ্যমে সমুদ্রের গোটা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সৃষ্টি হয়েছে। এতে বিদেশি কোম্পানির আগমন বাড়বে।’

দেশে চাষের জমি কমে যাচ্ছে উল্লেখ করে নৌ প্রধান বলেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ এখন সমুদ্র। সমুদ্রের তলায় বিপুল পরিমাণ সম্পদ লুকায়িত আছে। এ সম্পদ আহরণের মাধ্যমে বাংলাদেশ ব্লুইকোনোমিতে প্রবেশ করতে যাচ্ছে। সমুদ্রের তল দেশের সম্পদই হবে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির মূল ভিত্তি।’

নৌ বাহিনীর জাহাজ প্রসঙ্গে তিনি বলেন,‘শুধু দেশে নয় জাতিসংঘ শান্তি মিশনেও বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে।  জাহাজ স্বল্পতা ও উন্নতমানের জাহাজ সংকট দুর হয়েছে। নৌ বাহিনীর বহর আরও বড় হচ্ছে।

নদ খনন কাজ পরিদর্শন শেষে ভৈরব নদের তীরবর্তী রতনপুরে এক আলোচনা সভায় যোগ দেন নৌ বাহিনী প্রধান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ মালিক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মহিলা এমপি সেলিনা আখতার বানু, প্রধান বন রক্ষক ইউনুস আলী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলতি বছরের এপ্রিল থেকে ৭০ কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের ভৈরব নদের ২৯ কিলোমিটার পুনঃখনন কাজ করছে নৌ বাহিনীর সহযোগি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.