ঢাকা জেলা প্রশাসককে দুদকে তলব

অক্টোবর ১১, ২০১৫

23বিভিন্ন সময় ভুয়া প্রকল্পের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি তলব নোটিশ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো হয়।
নোটিশে হাসিনা দৌলাকে আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিশে।

দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান,জেলা প্রশাসকের নামে প্রকল্প ছাড়াও আরোও কয়েকটি আভিযোগ রয়েছে আমরা যাচাই বাছাই করে এ বিষয় নিয়ে পরবর্তী নোটিশ পাঠানো হবে।
তিনি বলেন, হাসিনা দৌলার বিরুদ্ধে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে শতকোটি টাকার বিল ছাড়ের অভিযোগ রয়েছে। তাছাড়া তিনি বিভিন্ন সময় কিছু পতিষ্ঠানকে কাজপেয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছেন বলে এমন আভিযোগ রয়েছে দুদকে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.