মোমিন রোড থেকে পিস্তল-গুলি উদ্ধার

অক্টোবর ১১, ২০১৫

18চট্টগ্রাম: নগরীর মোমিন রোডে ভাংচুর-গোলাগুলি এবং অচেতন অবস্থায় হাতের আঙ্গুল কাটা এক যুবককে উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি নাইন এম এম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
কোতয়ালি থানার ওসি জসিম ‌উদ্দিন  বলেন, রাত পৌনে ১২টার দিকে চয়ন নামের এক যুবককে আমরা হাতের আঙ্গুল কাটা ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই।  এরপর রাত দেড়টার দিকে তাকে যেখানে পাওয়া যায় সেখানে তল্লাশি চালাই।  সেখান থেকে একটি নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং আরও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছি।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আনিস মসজিদ মার্কেটের তাশফিয়া ইভেন্ট নামে একটি ফুলের দোকান থেকে হাতের আঙুল কাটা ও অটেতন অবস্থায় চয়ন (২৫) নামে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।  হেমসেন লেন থেকে স্থানীয় কিছু যুবক এসে মার্কেটের ওই দোকানটিতে অতর্কিতভাবে হামলা চালায় ও ভাঙচুর করে।  এসময় গোলাগুলিও হয়।  আতঙ্কে মার্কেট ও  আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।  মোমিন রোডে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

তবে কি কারণে এসব ঘটনা ঘটেছে তার রহস্য পুলিশ এখনও উদঘাটন করতে পারেনি বলে জানিয়েছেন ওসি জসিম উদ্দিন।
তিনি বলেন, আমরা শুনেছি, হেমসেন লেনের বখাটে ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে।  কি কারণে সেটা আমরা তদন্ত করে দেখছি।
তবে জব্দ করা অস্ত্রশস্ত্র স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নানের দেহরক্ষীর বলে জানান ওসি।

অক্টোবর ১১, ২১০৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.