কুমিল্লা বিভাগ চায় না ফেনী নাগরিক সমাজ

অক্টোবর ১০, ২০১৫

33ফেনী: বর্তমান সরকার ফেনীসহ পাঁচটি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন ফেনী জেলা সচেতন নাগরিক সমাজ। কুমিল্লাকে বিভাগ হিসেবে চায় না সংগঠনটির নেতারা। প্রয়োজনে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন নাগরিক সমাজের আহ্বায়ক মো. গোলাম নবী।

শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় ফেনী জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।

এ সময় বক্তারা বলেন, আমরা ফেনী বিভাগ চাই। ভৌগোলিক দিক থেকে ফেনী ছোট জেলা হলেও গুরুত্বের দিক থেকে এর অবস্থান অনেক ওপরে। তাই ফেনী বিভাগ হওয়ার গুরুত্ব বহন করে।

তারা বলেন, সমাজ সংস্কৃতি কৃষ্টি কালচারের সঙ্গে ফেনীর মানুষের সঙ্গে কুমিল্লার মানুষের মিল নেই। তারপরও যদি সরকার এ ধরনের উদ্যোগ নেয় তাহলে ফেনীবাসী মাঠে নামবে। সড়ক, রেলপথ অবরোধ করবে। তবুও কুমিল্লাকে বিভাগ হিসেবে মেনে নেবে না।

আর যদি ফেনীকে আলাদা বিভাগ না করা হয়, তাহলে চট্টগ্রাম বিভাগের সঙ্গে ফেনী জেলাকে রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব এনামুল হক ভূঁইয়া, ইসমাইল হোসেন খোকন, সাংবাদিক মীর হোসেন মীরু, যতন মজুমদার, রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.