শ্রীনিবাসনকে সরিয়ে আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ!

অক্টোবর ৪, ২০১৫

15 আইসিসি-র চেয়ারম্যান পদে কি আসতে পারেন সৌরভ? শ্রীনিকে সরিয়ে আইসিসিতে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করতে প্রাক্তন ভারত অধিনায়ককে পাঠাবেন শশাঙ্ক মনোহর? বোর্ডের এসজিএমের আগে সৌরভ-মনোহর নৈকট্যের জেরে বোর্ডের একাংশে জল্পনা তুঙ্গে। শশাঙ্ক-সৌরভ নৈকট্য নিয়ে নতুন জল্পনা। বোর্ডে প্রেসিডেন্ট পদে আসার পর আইসিসির কুর্সি থেকে শ্রীনিকে সরিয়ে সৌরভকে বসাতে পারেন মনোহর। বিসিসিআইয়ের এসজিএমের আগে বোর্ডের অন্দরমহলে এ-নিয়ে জল্পনা তুঙ্গে। নিয়ম অনুসারে, বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শ্রীনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোটাভুটি করা হলে, সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি শ্রীনির আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে থাকার ক্ষেত্রে আপত্তি জানায়, তাহলেই তার জায়গায় আইসিসি চেয়ারম্যান হিসেবে আসতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০০৪ সালের তিক্ততা এখন অতীত৷ নাগপুরে মনোহরের নির্দেশে তৈরি গ্রিন টপ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে ক্ষোভে ফেটে পড়েছিল সৌরভের ভারত। সেই ম্যাচে সৌরভের না খেলা নিয়েও কম বিতর্ক হয়নি। এবার বোর্ড সভাপতি পদে সরাসরি মনোহরের নাম প্রস্তাব করেছেন সৌরভ৷ পূর্বাঞ্চলের দুই সংস্থা সিএবি ও এনসিসি-ই শশাঙ্কের সভাপতি পদে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। এবার কি বোর্ড থেকে সৌরভের মতো নতুন কাউকে আইসিসি-তে সভাপতিত্ব করতে পাঠাবেন মনোহর? প্রশ্ন উঠছে ভারতের ক্রিকেটমহলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.