ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

অক্টোবর ১, ২০১৫

poফরিদপুর: আলোচনা সভা ও র‌্যালির মধ্যদিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি নিশ্চতকরণ’ প্রতিবাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রবীণদের নিয়ে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসেকর কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক মুহাম্মাদ আব্দুস সামাদ প্রমুখ।
সভায় প্রবীণরা জীবনের শেষ সময়ে পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তামূলক সহায়তা এবং সম্মান ও স্বাধীনতার দাবি জানান।

অক্টোবর ০১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.