মঙ্গলবারেই আসছে অস্ট্রেলিয়া দল

সেপ্টেম্বর ২৮, ২০১৫

khaআজ (সোমবার) অস্ট্রেলিয়া দলের বাংলাদেশের মাটিতে পা পরার কথা থাকলেও নিরাপত্তার ইস্যুতে টা পিছিয়ে যায়। কিন্তু নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনশৃংখলা বাহিনীর সাথে বৈঠক করেছে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। সেই সুবাদে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে সকল শঙ্কা কেটে গেল। সফররত অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শকরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হওয়ায় মঙ্গলবারই বাংলাদেশ আসছেন স্মিথরা। পূর্বের শিডিউল অনুযায়ী অজিরা বাংলাদেশ আসার কথা সোমবার, একদিন পিছিয়ে তা এখন মঙ্গলবারে করা হয়েছে। তবে সফরের ম্যাচের সময় সূচি বদলেছে কিনা তা এখনো জানা যায়নি।

সোমবার সকাল ১১টার দিকে বিসিবি’র কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট এই পর্যবেক্ষক দল। অস্ট্রেলিয়া দলকে পুরোপুরি নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার পাশাপাশি সব ধরণের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রসচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, সহ-সভাপতি মাহবুব আনাম, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.