কোরবানির জন্য ঢাকায় ৫৩২ স্থান

সেপ্টেম্বর ২৪, ২০১৫

dhakaঢাকা: কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণের সুবিধার্থে এবার পশুজবাইয়ের স্থান নিদৃষ্ট করে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশেই প্রাথমিকভাবে তৈরি তালিকায় মোট ৪৯৩টি স্থানে পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তবে ঢাকার দুই সিটি করপোরেশন ৫৩২টি স্থানে পশু জবাইয়ের জন্য অনুরোধ জানিয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ৫টি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের ৩২৪টি স্থানে এবং উত্তর সিটি করপোরেশনের ৫টি অঞ্চলের ৩৬টি ওয়ার্ডের ২০৮টি স্থানে পশু জবাই করা যাবে।

উত্তরের স্থানের মধ্যে অঞ্চল-১ এ ৪টি, অঞ্চল-২ এ ৪০টি, অঞ্চল-৩ এ ৫৮টি, অঞ্চল-৪ এ ৮৮টি এবং অঞ্চল-৫ এ ১৭টি। পক্ষান্তরে দক্ষিণে অঞ্চল-১ এ ৩২টি, অঞ্চল-২ এ ৪৩টি, অঞ্চল-৩ এ ৯৭টি, অঞ্চল-৪ এ ৫০টি এবং অঞ্চল-৫ এ ১০২টি স্থান রয়েছে।

উত্তরের নির্ধারিত স্থানগুলো হলো: 
অঞ্চল-১ 
৬নং সেক্টরের ১২ নম্বর রোডের বিডিআর বাজার সংলগ্ন রাজউকের প্লট, একই সেক্টরের শাহজালাল রোডের পূর্ব মাথায় রেললাইন সংলগ্ন জমি, ১০ নম্বর সেক্টরের ভেড়িবাধ সংলগ্ন রানা ভোলা ও ১৭ নম্বর ওয়ার্ডের জোয়ার সাহারা নুরানী মাদরাসা সংলগ্ন রেললাইনের দক্ষিণ পাশ।

অঞ্চল-২ 
মিরপুর সেকশন-১২ এর ব্লক-এ এর হারুন মোল্লা ঈদগাহ মাঠ, ১২/ডির ঈদগাহ মাঠ, ব্লক-ইর বড় মসজিদ সংলগ্ন পার্ক, মিরপুর সিটি ক্লাব মাঠ, সেকশন-১০ এর ব্লক-সি এর মুকুল ফৌজ মাঠ, ১১/সি এভিনিউ-৫ বাজার রোড, উদয়ন স্কুল  সংলগ্ন ঝুট পট্টি প্যারিস রোড সংযোগ সড়ক, নিউ ডিসিসি মার্কেট, ১৩/বি টিনসেড কলোনি শহীদ মিনার মাঠ, পাওয়ার হাউজ রোড, ১৩/সি এর শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয় মাঠ, সেকশন-১৪ এর দারুল উলুম মাদরাসা, বাউনিয়া বাধ ঈদগাহ মাঠ, ১১/ই আদর্শ নগর ঈদগাহ মাঠ, মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সেকশন-৬ এর মাঝখানের রোড ও মুকুল ফৌজ মাঠ, সেকশন-৭ এর মিল্কভিটা থেকে আরামবাগ রোড, দুয়ারি পাড়া প্রধান সড়ক, পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ৬/সি বাজার সংলগ্ন ঈদগাহ মাঠ, ন্যাশনাল বাংলা স্কুল মাঠ, রূপনগর মনিপুর স্কুল মাঠ, আল-নুরী মসজিদ মাদরাসা মাঠ, কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোডস্থ ঈদগাহ মাঠ, ব্লক ডি এর চিল্ড্রেন পার্ক, বোটানিক্যাল গার্ডেন হাই স্কুল মাঠ, কাজীপুর জামে মসজিদ মাঠ, মানিকদী আদর্শ বিদ্যানিকেতন মাঠ, বালুঘাট স্কুল মাঠ, বারুনটেক বাইগারটেক প্রধান সড়ক, ধামালকোটি বিআরপি মাঠ, ১২/বি ব্লকের পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা অফিস সংলগ্ন জায়গা, পল্লবী ১১/সি নিউ ডিসিসি মার্কেট, বাউনিয়া বেড়িবাঁধ সংলগ্ন স্থান, রূপনগর ৫ নম্বর রোডের ওয়াসা খাল সংলগ্ন স্থান, ৮ নং ওয়ার্ডের হযরত শাহ আলী (র.) সিটি করপোরেশন মার্কেটের ভিতর ও ভাষানটেক সাবেক কমিশনার কার্যালয়ের পিছনের জায়গা।

অঞ্চল-৩ 
১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর হাই স্কুল সংলগ্ন মাঠ, কালাচাঁদপুর বালুর মাঠ, বারিধারা পার্ক, শাহজাদাপুর বাঁশতলা সংলগ্ন খালি জায়গা, সোহরাওয়ার্দী এভিনিউ সংলগ্ন খালি প্লট, ১৯ নম্বর ওয়ার্ডের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কের উত্তর পূর্ব অংশ, ডা. ফজলে রাব্বী পার্ক, বনানী চেয়ারম্যান বাড়ি খেলার মাঠ, ১৩ ও ১৫ নং সড়ক সংলগ্ন খেলার মাঠ, বনানী ২৭ নং সড়ক সংলগ্ন রাজউক খেলার মাঠ, গুলশান সেন্ট্রাল পার্ক, গুলশান লেক পার্ক, গুলশান এভিনিউর উত্তর দিকে ওয়াসার পানির পাম্প সংলগ্ন মাঠ, মহাখালি আমতলি খেলার মাঠ, টিএন্ডটি খেলার মাঠ, ডিএনসিসি কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা, নবনির্মিত মহাখালি ডিএনসিসি কিচেন মার্কেট সংলগ্ন খালি জায়গা, তিতুমীর কলেজ খেলার মাঠ, মহাখালি কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তা, বাড্ডা বালুর মাঠ সংলগ্ন হাইস্কুল মাঠ, আলাতুন্নেছা হাইস্কুল সংলগ্ন খালি জায়গা, মেরুল বাড্ডা বাঁশের দোকান সংলগ্ন খালি জায়গা, উত্তর বাড্ডা গার্রস হাইস্কুল সংলগ্ন খালি জায়গা, রামপুরা সালামবাগ মসজিদ সংলগ্ন মাঠ, একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মহানগর প্রজেক্টের ভিতরের খালি জায়গা, উলন রোড সংলগ্ন খালি জায়গা, খিলগাঁও কবরস্থান সংলগ্ন স্থান, তালতলা মার্কেটের ভিতরের খালি জায়গা, তালতলা মার্কেট সংলগ্ন শহীদ বাকী সরনীর ৮০ ফুট রাস্তা, পল্লীমা সংসদ সংলগ্ন মাঠের খালি জায়গা, খিলগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, বিজিপ্রেস হাই স্কুল সংলগ্ন মাঠ, কলোনী বাজারের সামনের খালি জায়গা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির খেলার মাঠ, মহাখালি বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, এফডিসির ভিতরের খালি জায়গা, শাহিনবাগের সিভিল এভিয়েশণ বিডিআর সপ, সিভিল এভিযেশন হাইস্কুল সংলগ্ন মাঠ, এলনবাড়ি সরকারি কোয়ার্টার সংলগ্ন খালি জায়গা, সিএন্ডবির খালি জায়গা, হোসেন আলী স্কুল এন্ড কলেজের মাঠ, পশ্চিম নাখাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শাহীনবাগ স্টাফ ওয়েলফেয়ার স্কুল সংলগ্ন খালি মাঠ, আরজতপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ, নয়াটোলা শিশু পার্ক সংলগ্ন খালি জায়গা, ইস্পাহানি স্কুল মাঠ, প্রভাতি স্কুল মাঠ, শাহানুরী বিদ্যারয় সংলগ্ন খালি জায়গা, মগবাজার চারুলতা মার্কেট সংলগ্ন খালি জায়গা, মগবাজার টিএন্ডটি পানির পাম্প সংলগ্ন খালি জায়গা, নয়াটোলা পার্ক সংলগ্ন খালি জায়গা, মধুবাগ মাঠ সংলগ্ন খালি জায়গা, মীরেরবাগ প্রধান সড়কের পাশের খালি জায়গা ও বাগাসবাড়ি সংলগ্ন খালি জায়গা।

অঞ্চল-৪ 
হরিরামপুরের আজরাবাদ মাদরাসা মাঠ, বর্ধনবাড়ি জামে মসজিদের পাশের খালি জায়গা, গেলারটেক সিদ্ধান্ত স্কুলের মাঠ, দিয়াবাড়ির শিন্নিরটেক বেড়ীবাঁধের রাস্তা, কারামাইকেল সড়কের সৈয়দ নজরুল ইসলাম কমিউনিটি সেন্টারের কাছে, খালেক সিটি ভিতরে, গোলারটেক ঈদগাহ মাঠ, লালকুঠি বাজার রোড, গৈদারটেক মসজিদের সামনের জায়গা, পুরাতন গাবতলি মসজিদ মাঠ, শাহ আলী মাজারের ভিতর, বুদ্ধিজীবী শহীদ মিনারের সামনের রাস্তা, গাবতলি প্রাথমিক বিদ্যালয় মাঠ,  দারুস সালাম আবাসিক এলাকা, রেডিও কলোনির ভিতরের জায়গা, ফুরফুরা শরীফ কমপ্লেক্স, ১০ নম্বর কমিউনিটি সেন্টারের ভিতর, কল্যাণপুর বালিকা বিদ্যালয়ের ভিতর, ১৩ নম্বর রোড প্রাথমিক বিদ্যালয় মাঠ, শহীদ মিনার রোড মসজিদের সামনের রাস্তা, পাইকপাড়া প্রধান সড়ক, পাইকপাড়া হাউজিং স্টেটেরের ভিতরের জায়গা, ইস্টার্ন হাউজিংয়ের ভিতরের রাস্তা, মধ্য পাইকপাড়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স, পাইকপাড়া এস পি রোডের শেষ মাথায় কালভার্ট সংলগ্ন, বিহারী পাড়া প্রধান রোড, পাইকপাড়া গর্ভমেন্ট স্টাফ কোয়ার্টারের ভিতর, পাইকপাড়া গর্ভমেন্ট স্টাফ কোয়ার্টারের ভিতর, ওয়াসির খাঁন রোড গভর্মেন্ট স্টাফ কোয়ার্টারের ভিতর, মিসকো সুপার মার্কেটের সামনের রাস্তা, দক্ষিণ বিশিল প্রধান সড়কের মসজিদের কাছের জায়গা, জনতা হাউজিং বাইলেন, বশিরউদ্দিন স্কুল মাঠ, হাবুলের পুকুর পাড় মসজিদের সামনের রাস্তা, দাউদখান মসজিদের সামনের রাস্তা, কলওয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তা, মনিপুর স্কুলের ভিতরের মাঠ, বড়বাগ সাইন পুকুর পানির পাম্প সংলগ্ন রাস্তা, সেনপাড়া বড়বাগ বাজার রোড, মনিপুর গাউছিয়া মসজিদের সামনে, বড়বাগ বসতি হাউজিংয়ের ভিতর, মনিপুর বালক বিদ্যালয় মাঠ, মাউকবওয়ালা মসজিদের সামনের জায়গা, বাবা হুজুরের মসজিদের সামনে, পীরেরবাগ আলিমুদ্দিন স্কুল মুক্তি হাউজিংয়ের ভিতর, শিমুলতলা মসজিদের সামনে, ঝিলপাড়া মসজিদের সামনে, পীরেরবাগ ছিদ্দিকীয়া মাদরাসা মাঠ, ছাপড়া মসজিদ রোড, পাবনা গলি রাস্তা, সেনপাড়া ঈদগাহ মাঠ, জিরো পয়েন্ট, মাদবরের পুকুর পাড়, কাজীপাড়া মাদরাসা, শেওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুল, ইব্রাহিমপুর শেওড়াপাড়া পাকার মাথা, নাহার বেকারীর সামনে, জামতলা মসজিদের সামনে, জামতলা বাজার, ইটখোলার বাজার, আমতলা বাজার, শেওড়াপটাড়া পীরেরবাগ রোড, মাসুদ অ্যান্ড কোংয়ের বাড়ির সামনে, শাপলা হাউজিং, বাউন্ডারি রোড বিআরবি গার্মেণ্টসের সামনে, গোয়ালবাড়ি ১৪ নং ঈদগাহ মাঠ, মমিনস্মরণীর সামনে, মধ্যপাড়া জামে মসজিদ, ইব্রাহিমপুর স্মরণী সড়ক, গেদু মাতববর রোড, আনন্দ রোড, মনিপুর স্কুল মাঠ, কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ঈদগাহ রোড, শিমুলতলা খালের পাড়, উত্তর কাফরুল হাইস্কুল, দক্ষিণ কাফরুল হাইস্কুল, দক্ষিণ কাফরুল গীর্জারোড, সরণীকা বিল্ডিং ঝিলপাড়, অ্যাডভানটেজ স্কুলের সামনে, কামাল খান রোড, ৮০ দাগ রোডের মাথায়, কামাল খান রোডের মাথায়, মিতালী রোড হাউজিং, কর্নার ভিউ রোড, পশ্চিম কাফরুল হাসান ফিরিং স্টেশন রোড (খাল পাড়), হালিম ফাউন্ডেশন স্কুলের সামনে ও রোকেয়া স্মরণী।

অঞ্চল- ৫ 
২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনিপাড়া খেলাঘর মাঠ ও কারওয়ানবাজার জনতা টাওয়ারের সামনের রাস্তা, ২৭ নম্বর ওয়ার্ডের খেজুরবাগান টিএন্ডটি মাঠ ও শেরেবাংলানগর পাকা মার্কেট, ২৮ নম্বর ওয়ার্ডের ইন্দোল, শতদল, কল্লোল সরকারি কোয়ার্টার সংলগ্ন মাঠ ও বিজ্ঞান যাদুঘরের সামনের ঈদগাহ মাঠ, ২৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর পশু জবাইখানা, বিজলী মহল্লার জান্নাতবাগ মাঠ ও জহুরি মহল্লার চাঁদের হাট মাঠ, ৩০ ন্মবর ওয়ার্ডের মনসুরাবাদ হাউজিং ও স্লুইজগেট সংলগ্ন সুনিবিড় হাউজিং, ৩১ নম্বর ওয়ার্ডের শেরশাহ শুড়ি রোডের ঈদগাহ মাঠ ও সলিমুল্লাহ রোডের পানির ট্যাংকির সামনে, ৩২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন রোড মাঠ ও আশা টাওয়ারের পিছনের পিসি কালচার মাঠ, ৩৩ নম্বর ওয়ার্ডের রায়েরবাজার স্মৃতিসৌধের পাশে ও বৈশাখী মাঠ।

দক্ষিণের স্থানগুলোর মধ্যে 
অঞ্চল-১ 
১৫ নম্বর ওয়ার্ডের সাত মসজিদ রোড ১৫ নং বাস স্ট্যান্ড হতে ১৭ নং রোডের মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে, ১৫ নং স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তা, হাজী আফসার উদ্দিন রোডের প্রবেশ মুখ, মিতালী রোডের প্রবেশ মুখ, ধানমণ্ডি আবাসিক এলাকা মিরপুর রোডের পূর্ব পার্শ্বে, আল-মদিনা প্রবেশ মুখ, হাতেমবাগ রোডের প্রবেশ মুখ, ১৬ নং ওয়ার্ডের গ্রীন রোড এবং মেইন রোড, সোনারগাঁও রোড, কাঠাল বাগান, বক্সকালভার্ট, ১৮ নং ওয়ার্ডের সেন্ট্রাল রোড, হাতির পুল, নিউ এলিফ্যান্ট রোড, রাফিন প্লাজা, নায়েম গলি, বসুন্ধরা ও যাদব গলি, বিশ্বাস বিল্ডার্স, আইয়ুব আলী কলোনী, ১৯ নং ওয়ার্ডের পশ্চিম মালিবাগ ডি.আই.ডি. বিল্ডিং সংলগ্ন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় হইতে শান্তিনগর মোড়, সার্কিট হাউজ রোড, জাজেস কমপ্লেক্স, ইস্টার্ন রোড, জঙ্গল রোড, পহিওনিয়ার রোড, সিদ্ধেশ্বরী রোড, কাজী অফিস গলি, রমনা থানার সামনে, ২১ নং ওয়ার্ডের নবাব হাবিবুল্লাহ রোড, পরিবাগ মসজিদ সংলগ্ন, বাংলা মটর।

অঞ্চল-২ 
১নং ওয়ার্ডের আমান উল্লাহ মার্কেট হতে সাবেক কমিশনার বাড়ী পর্যন্ত প্রধান সড়ক, গভ: স্কুলের দক্ষিণ পাশ প্রধান সড়ক ব্লক-সি, গভ: স্কুলের উত্তর পাশ সি ব্লক প্রধান সড়ক, চৌরাস্তা হতে খিলগাঁও গোলচক্কর পর্যন্ত, ২ নং ওয়ার্ডের গোড়ান মাঠ এলাকা, হাওয়াই গলি প্রধান সড়ক দক্ষিণ পাশ, নবাবী মোড় প্রধান সড়ক, মাদানী ঝিল বনশ্রী প্রধান সড়ক, ৩ নং ওয়ার্ডের মেরাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, মেরাদিয়া হাটের খালি জায়গা, মেরাদিয়া আইনউদ্দিন সড়ক, ভূইয়া পাড়া গার্ডেন রোড, নবীনবাগ ওয়াসা রোড, ৪ নং ওয়ার্ডের বাসাবো খেলার মাঠ ও দক্ষিণ বাসাবো ১নং হোল্ডিং মেইন রোড, বাসাবো সিনেমা হলের সামনে ওয়াসা রোড, মাদারটেক আ: আজিজ স্কুল এন্ড কলেজ মাঠ ও মাদারটেক চৌরাস্তা, ৫ নং ওয়ার্ডের সবুজবাগ বালুর মাঠ, কদমতলা ওয়াসা রোড, রাজারবাগ হিন্দুপাড়া সড়কের উপর, ৬ নং ওয়ার্ডের কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশ এলাকা, মুগদা ৫০০ শয্যা হাসপাতালের সম্মুখের বিশ্ব রোডের পূর্ব পাশ এবং বাশার টাওয়ারের পূর্ব পাশে ওয়াসা ১২৬/২, উত্তর মুগদা হতে ১২২/৫/গ উত্তর মুগদা পর্যন্ত এলাকাসমূহ, ৮ নং ওয়ার্ডের ব্রাদার্স কাব মাঠ, টিটি পাড়া ব্রিজ, বাংলাদেশ ব্যাংকের পিছনে কমলাপুর বাজার রোড, ৯ নং ওয়ার্ডের ফকিরাপুল প্রধান সড়ক, বক্সকালভার্ট রোড, মতিঝিল সি/এ, বাংলাদেশ ব্যাংক হতে মধুমতি সিনেমা হল, ১০ নং ওয়ার্ডের এজিবি কলোনী হাসপাতাল জোনের অন্তর্গত ঈদগাহ মাঠ পর্যন্ত, এজিবি কলোনী আল হেলাল জোনের অন্তর্গত ঈদগাহ মাঠ, টিএন্ডটি কলোনী মাঠ, ১১ নং ওয়ার্ডের শাহাজাহানপুর প্রধান সড়ক, আউটার সার্কুলার রোড, রেলওয়ে কলোনী থানা রোড, দক্ষিণ খিলগাঁও ঝিলপাড়া মাঠ, রেলওয়ে অফিাসর্স কাব মাঠ, শাহাজাহানপুর মুক্তিযোদ্ধা কাব সংলগ্ন খালি জায়গা/মাঠ, শাহজাহানপুর ইসলামী হাসপাতালের পিছনে খালি জায়গা/মাঠ, দক্ষিণ খিলগাঁও পানির পাম্পের অভ্যন্তরে খালি জায়গা/মাঠ, ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজের মাঠ, গুলবাগ, শান্তিবাগ, শাহাজাহানপুরের মাঠ, শান্তিবাগ স্কুল, ১৩ নং ওয়ার্ডের শান্তিনগর মোড় হতে রাজারবাগ পানির পাম্প পর্যন্ত (জয়নাল আবেদীন সড়ক) প্রধান সড়ক, পুরানা পল্টন বক্সকালভার্ট রোড।

অঞ্চল-৩ 
১৪নং ওয়ার্ডের গজ মহল পার্ক, হাজারীবাগ জবাইখানা, শেরে বাংলা রোড, লেদার কলেজ মাঠ, ঝিগাতলা ৬ তলা কলোনী, ঝিগাতলা পোস্ট অফিস রোড হতে ঝিগাতলা স্কুল কলোনী গেইট পর্যন্ত, ঝিগাতলা প্রধান সড়ক হতে ঝিগাতলা কলোনীর মাঠ, ১৩/২, খানকা শরীফ বড় রাস্তা, ঝিগাতলা টেনারী মোড়, মনেশ্বর রোড প্রধান সড়ক, শিকদার রিয়েল এস্টেট, সুলতানগঞ্জের বড় রাস্তা বেড়ীবাঁধ পর্যন্ত, ২২ নং ওয়ার্ডের হাকারীবাগ রোড, বিজিবি ১নং গেইট সিনেমা হল থেকে বিজিবি ৫নং গেইট, বিজিবি সিনেমা হল হতে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ঢাল পর্যন্ত, সেকশন হতে খলিল সর্দার কৃষি মার্কেট সংলগ্ন খালি জায়গা, কালু নগর ওয়াসা পাম্প হতে মাজার বটতলা পর্যন্ত, ২৩ নং ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক, ইরানী কবরস্থানের খেলার মাঠ, আজিমপুর মিনি কমিউনিটি সেন্টারের সামনের মাঠ, মেডিকেল স্টাফ কোয়ার্টারের ভিতরের খেলার মাঠ, সাত শহীদ কমিউনিটি সেন্টার, সেকশন হতে পাইপ কারখানা (বেড়ীবাধ) পর্যন্ত, ২২৬-২৫৬ লালবাগ রোড এক পার্শ্ব, ২৪ নং ওয়ার্ডের জগন্নাথ সাহা রোড, মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, বালুঘাট, জগন্নাথ সাহা রোড, মিনি স্টেডিয়াম মাঠ, রহমত উল্লাহ স্কুলের ভিতরের মাঠ, জমিলা খাতুন স্কুলের ভিতরের খেলার মাঠ, আজাদ মুসলিম কাব মাঠ, কাজী রিয়াজ উদ্দিন রোড সংলগ্ন খোলা জায়গা, কিল্লার মসজিদ মাঠ, ২৬ নং ওয়ার্ডের শহীদ আ. আলিম খেলার মাঠ; ফরিদ উদ্দীন সিদ্দিকী উচ্চবিদ্যালয়ের ভিতরে খেলার মাঠ; চৌধুরী বাজার সরকারী উ”চ বিদ্যালয়ের ভিতরে খেলার মাঠ; লালবাগ মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ; রসুলবাগ পার্কের ভিতর; ওয়েস্ট এন্ড হাই স্কুলের ভিতরে খেলার মাঠ; আজিমপুর কলোনীর ভিতর বিভিন্ন খেলার মাঠ সমূহ; পলাশী আজাদ স্টাফ কোয়ার্টারের খোলা জায়গা খেলার মাঠ; আজিমপুল ছাপড়া মসজিদ সংলগ্ন আজিমপুর জনকল্যাণ সমিতির অফিস/কমিউনিটি সেন্টারের ভিতরে খোলা জায়গায়; আজিমপুর গার্লস সরকারী স্কুল ও কলেজের ভিতরে মাঠ; লালবাগ কেল্লার প্রধান গেইট সংলগ্ন কাষ্টডিয়ানের কার্যালয়ের সামনে খোলা জায়গায়; অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ের পিছনে হাজী আ. গনি সরদার সরকারী বিদ্যালয়ের স্কুলের মাঠে; ২৭ নং ওয়ার্ডের হোসেনী দালান রোড; আলেয়া মাদরাসা মাঠ; ফজলে রাব্বি মাঠ; বদরুন্নেছা মহিলা কলেজ মাঠ; ডিএসসিসি মার্কেট; গির্দা উর্দ্দু রোড, রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার; নবাব বাগিচা এলাকা; ২৮ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ; কে এম বসির উদ্দিন সরকারী স্কুল মাঠে; গৌর-সুন্দর রায় লেন; উর্দু রোড নতুন রাস্তা; ২৯ নং ওয়ার্ডের ইসলামবাগ ঈদগাহ মাঠ; রহমতগঞ্জ মাঠ; পশ্চিম ইসলাম বাগের কাবগাট নতুন বড় রাস্তা; পশ্চিম ইসলামবাগের বাগিন বাড়ি নতুন বড় রাস্তা; ইসলামবাগ কমিউনিটি সেন্টার; ওয়াটার ওয়ার্কস রোড ডাল পট্টির রাস্তা; ৫৫ নং ওয়ার্ডের তুলাগাছ হতে ঝাউলাহাটি হাজারী ঘাট প্রধান সড়ক; গাজীর গাট হইতে ঝাউলাহাটি চৌরাস্তা পর্যন্ত; গাজীরঘাট হইতে পশ্চিম দিকে লাইফ কেয়ার হাসপাতাল পর্যন্ত; ঝউচর মীর শওকত আলী রোড হইতে খেয়াঘাট পর্যন্ত; আল হেবা কমিউনিটি সেন্টার হইতে খোলামোড়া ঘাট হয়ে মুন্সিহাটি মসজিদ পর্যন্ত; মুন্সি হাটি প্রধান সড়ক, হাসান নগর প্রধান সড়ক, টেকের হাটি প্রধান সড়ক, আব্দুল সালাম রোড; ডাঃ শাহজাহান সড়ক; নয়াগাঁও চৌরাস্তা হইতে গাজীর ঘাট; মোহাম্মনগর হইতে নবী নগর চৌরাস্তা পর্যন্ত; ৫৬ নং ওয়ার্ডের কুড়ার ঘাট বালুর মাঠ; পূর্ব রসুলপুর ৮নং গলি মসজিদ মাঠ; কমিউনিটি সেন্টার রসুলপুর মেইন রোড হইতে বিদ্যুৎ অফিস রোড পর্যন্ত; টেনারী পুকুর পাড় রোডে প্রান্ত ১ কি. মি.; জান্নাতবাগ আল-আমিন মাদরাসা রোড; পূর্ব রসুলপুর মেইন রোড; ইসলাম চেয়ারম্যান বাড়ির পশ্চিম দিকে ১ কি: মি: রোড, খলিফা ঘাট চৌরাস্তা হইতে কুড়ার ঘাট পর্যন্ত; বড়গ্রাম মেইন রোড; টেকের হাটি মেইন রোড; কামরাঙ্গীরচর থানা থেকে আলহেরা কমিউনিটি সেন্টার পর্যন্ত; নূর জাহান স্কুল সংলগ্ন মাঠ; হুজুর পাড়া মেইন রোড; ৫৭ নং ওয়ার্ডের মুসলিমবাগ বাজার; লালগুদাম; রহমতবাগ (খালি জায়গা); মাদবর বাজার; ইসহাক মেম্বার গলি; পাকপুল মাইওয়ান গলি; সিলেটিয়া বাজার; মাদরাসা পাড়া; পূর্ব মমিনবাগ; পশ্চিম মমিনবাগ।

অঞ্চল-৪ 
৩০নং ওয়ার্ডের মিটফোর্ড রোড ও চক মোঘলটুলী রোড; ঈমামগঞ্জ রোড, চম মোঘলটুলী, রুই হাট্টা; দেবীদাসঘাট, বেড়ীবাধ সড়ক; চম্পাতলী সড়ক; ৩১ নং ওয়ার্ডের বেগমবাজার প্রধান সড়ক, ডিসি রায় রোড, এসি রায় রোড, বেচারাম দেউরী প্রধান সড়ক; শরৎচন্দ্র চক্রবর্তী রোড, আবুল খায়রাত রোড প্রধান সড়ক; মৌলভীবাজার কমিউনিটি সেন্টার; ৩২ নং ওয়ার্ডের বংশাল প্রধান সড়ক পশ্চিম পার্শ্ব; হাজী জুম্মন কমিউনিটি সেন্টার সড়ক; বাদামতলী প্রধান সড়ক; আকমল খান রোড প্রধান সড়ক, বাবুবাজার; সামসাবাদ মাঠ; শরৎচক্রবর্তী রোড প্রধান সড়ক ও কাজীমুদ্দিন সিদ্দিকী লেন প্রধান সড়ক; জিন্দাবাহার প্রধান সড়ক ও নবাব ইউসুফ রোড, জনতা ব্যাংক প্রধান সড়ক; ৩৩ নং ওয়ার্ডের নিমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিমতলী প্রধান সড়ক; আগাসাদেক রোড প্রধান সড়ক ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্ছ বিদ্যালয়; বাংলাদেশ মাঠ; আগামাছি প্রধান সড়ক ও সিটি ল কলেজ; আবুল হাসনাত রোড প্রধান সড়ক; ৩৪ নং ওয়ার্ডের সিদ্দিক বাজার প্রধান সড়; কাজী আলাউদ্দিন রোড প্রধান সড়ক; হাজী ওসমান গনি রোড প্রধান সড়ক, নর্থ সাউথ রোড; নবাবপুর রোড পশ্চিম অংশ; ৩৫ নং ওয়ার্ডের মালিটোলা প্রধান সড়ক, নর্থ সাউথ রোড পূর্ব পাশ, নর্থ সাউথ রোড পশ্চিম পাশ; বংশাল রোড; ফ্রাঞ্চ রোড প্রধান সড়ক, ইংলিশ রোড; নবাবপুর রোড; ৩৬ নং ওয়ার্ডের আওলাদ হোসেন লেন প্রধান সড়ক, আলোক জমাদার লেন প্রধান সড়ক ও ওয়াসা পাম্পের খালি জায়গা; ইসলামপুর রোড, রাজার দেউরী স্কুল মাঠ; ইংলিশ রোড খালি জায়গা; ৩৭ নং ওয়ার্ডের পাটুয়াটুলী প্রধান সড়ক, ওয়াইজঘাট প্রধান সড়ক, জি.এল ঘাট লেন; ইসলামপুর প্রধান সড়ক ও আহসান উল্লাহ রোড; লিয়অকত এভিনিউ প্রধান সড়ক, নর্থ ব্রুক হল রোড, চিত্তরঞ্জন এভিনিউ; বাংলাবাজার প্রধান সড়ক; ৩৮ নং ওয়ার্ডের গোপী মোহন বসাক লেন মাঠ; টিপুসুলতান ও ধোলাইখাল লিংক রোড; নবাবপুর গভঃ স্কুল মাঠ; কাপ্তান বাজার জবাইখানা; চন্দ্রনাথ বসাক লেন; ৪২ নং ওয়ার্ডের কলতা বাজার প্রধান সড়ক; হাজী আব্দুর রউফ প্রধান সড়ক সংলগ্ন বাজার প্রধান সড়ক; ৪৩ নং ওয়ার্ডের পাতলাখান প্রধান সড়ক, মাঈনুদ্দিন মেমোরিয়াল হল, লালকুঠি, নর্থব্রুক হল রোড, ফরাশগঞ্জ প্রধান সড়ক ও প্যারিদাস রোড।

অঞ্চল-৫ 
৭নং ওয়ার্ডের মানিকনগর বিশ্বরোড ১০৫নং বাড়ির সম্মুখে, স্টাফ কোয়ার্টারের পিছনের রাস্তা মানিকনগর পুকুরের দক্ষিণ পাড়, ওয়াসা রোড পাঠান সাহেবের বাড়ির সামনে, আনন্দধারা ব্রিজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর, মানিকনগর খাল পাড় রোড উত্তর মাথা আতিক সাহেবের বাড়ির সামনে, পূর্ব মানিকনগর পাওয়ার হাউজ রোড, মানিকনগর মেইন রোড ছান্দা গলি বরাবর, ওয়াসা রোডের দক্ষিণ মাথায় কাঁচা বাজার বরাবর রাস্তার উপর, বালুরমাঠ সড়কে কাদিরের বাড়ির মোড়, ওয়ারী ১৯/১ লালমনি সাহা ষ্ট্রীট ওয়ারী, ২৯ নং ওয়ারস্ট্রীট, ভজহরী সাহা স্ট্রীট, র্যাং কিন স্ট্রীট, ৩৯ নং ওয়ার্ডের জিয়া মাঠ, আর.কে.মিশন রোড, সায়েদাবাদ সুপার মার্কেটের সামনের রাস্তা, কে এম দাস লেন, গোলাপবাগ মসজিদের সামনের রাস্তা, টিকাটুলি মসজিদ থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তা কে এম দাস লেন, ৪০ নং ওয়ার্ডের সায়েদাবাদ রেল লাইন সংলগ্ন দক্ষিণ পশ্চিম কর্ণার। শাহ সাহেব লেন সাধু যোসেফের স্কুল সংলগ্ন অথবা মাদরাসার মধ্যবর্তী খালি স্থান। বাগানবাড়ী মনির হোসেন লেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যায়ামগার সংলগ্ন খালি স্থান, দয়াগঞ্জ বাজার প্রধান সড়ক সংলগ্ন সোনালী ব্যাংকের খোলা স্থান, মিতালী স্কুল স্বামীবাগ, ১১০, শরৎগুপ্ত রোড সাদেক হোসেন খোকা খেলার মাঠ, করাতিটোলা স্কুল সংলগ্ন প্রধান সড়কের মধ্যবর্তী স্থানে, ৪১ নং ওয়ার্ডের লালমোহন সাহা স্ট্রীট ১-৭, ১৯-৩৫, ৪৮-৫০, ১২০-১৫০, ১৫১-২০০ ও ২০৮-২১৯ হোল্ডিং পর্যন্ত, দক্ষিণ মুসন্দী (ক) ফকির চাঁন কমিউনিটি সেন্টার ১-১০, ২১-২৬ ও ২৭-২৪ হোল্ডিং পর্যন্ত, পদ্ধনিধি লেন-১-২৬/২৭ হোল্ডিং পর্যন্ত, জোরপুরল লেন ১-৪৪ পর্যন্ত, নারিন্দা রোড-নারিন্দা শিশু পার্ক ৩ নং নারিন্দা রোড। উত্তর মুসন্দী-রাধাশ্যাম সাহা স্ট্রীট ৭-৫২ হোল্ডিং পর্যন্ত, ৪৪ নং ওয়ার্ডের ওয়াসা রিজার্ভারের চর্তুপার্শ্বের রাস্তা, ওয়াল্টার রোড, ধোলাইখাল রোড, ৪৫ নং ওয়ার্ডের ১২৭/১, ডিস্ট্রিলারী রোড, মুরগীটোলা মোড় পূর্ব পাশ হইতে ৯২ কেবি রোড গেন্ডারিয়া লোহারপুল পর্যব পাশ পর্যন্ত মেইন রোড। রজনী চৌধুরী রোড, ১৩ নং বাসস্ট্যান্ড হতে কদম রসুল মসজিদ পর্যন্ত মেইন রোড, ১৩ নং বাসস্ট্যান্ড হতে কাঠোরপুলের মুখ পর্যন্ত মেইন রোড, ধুপখোলা¯রোড়স্থ ডিস্ট্রিলারী রোড, পুকুরপাড়ের চর্তুরদিকের রাস্তা, দীননাথ সেন রোড়স্থ সাধনা ঔষুধালয়ের মেইন রাস্তা, ৪৬ নং ওয়ার্ডের কালীচরণ সাহা রোড, আলমগঞ্জ রোড সংলগ্ন সিএন্ডবি খেলার মাঠ ও পানি উন্নয়ন বোর্ডের রাস্তা, ৪৭ নং ওয়ার্ডের ডিআইটি পট্টি পুকুর পাড় (চতুর্থপাশ্ব), ডিআইটি পট্টি ১ ও ২ গলি, ডিআইটি পট্টি ৩য় গলি, ঢালকা নগর শহীন নগর, ১ নং করিমূল্লারবাগ টিএন্ডটি অফিসের সামনে, আরসিন গেট ১, ২ ও ৩ নং গলি (নদীর পাড়), নবীন চন্দ্র গোস্বামী রোড ও জনপথের রাস্তা, ফরিদাবাদ লেন, ৪৮ নং ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ী বাগবাড়ী কাব (বউ বাজার), উত্তর সাযেদাবাদ মুন্সী বাড়ী রোড, দক্ষিণ সায়েদাবাদ বটতলা, কলাপট্টি চালের আড়ৎ রোড, সুতিখাল পাড় দারুল ইসলাম মসজিদ রোড, বিবির বাগিচা ১ নং গেইট হতে সবুজ বিদ্যাপীঠ উ”চ বিদ্যালয় পর্যন্ত মূল সড়ক, পার্ক রোড, মাদরাসা রোড, ৪নং গেট মূল সড়ক, ৪৯ নং ওয়ার্ডের ধলপুর বাজারের সামনে হতে ওয়াসা গেট পর্যন্ত ওয়াসা রোড, ধলপুর সুতিখাল বউ বাজার রোড, গোলাপবাগ পূর্ব দিকের ছোট মাঠ, ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে নতুন রাস্তা, গোলাপবাগ জনপথ রোড পুলিশ ভবনের সামনের রাস্তা, ধলপুর ১৪নং আউটফল যান্ত্রিকের সামনের রাস্তা, ১০ নং আউটফল স্টাফ কোয়ার্টারের ভিতরের রাস্তা, ধলপুর কমিউনিটি সেন্টারের আঙ্গিনা, অলপুর প্রধান সড়ক, হাজী ইদ্রিস আলী সরদার রোড, হুজুর বাড়ীর গেটের পার্শ্বে, ৫০ নং ওয়ার্ডে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক, চন্দনকোঠা কমিউনিটি সেন্টারের আঙ্গিনা, পানি/বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাঠ, কুতুবখালী খালপাড় রাস্তা, নবীনগর থেকে ধোলাইপাড় পর্যন্ত, ৫১ নং ওয়ার্ডের ধোলাইপাড় হাইস্কুল মাঠ ও সি ও অফিস মাঠ, ঢাকা-নারায়ণগঞ্জ রোড, মীরহাজীরবাগ পাইপ রাস্তা, দয়াগঞ্জ জুরাইন সংযোগ সড়কের ১১৩ বুড়ির বাড়ির সামনে ঘুন্টিঘর পর্যন্ত, জিরানী খাল রোড, ধোলাইপাড় ২ নং গলি, ধোলাইপাড় ঘুন্টিঘর রোড (নতুন রাস্তা), ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর মাদরাসা রোড জিরো পয়েন্ট, মুরাদপুর মেডিকেল রোড (রোলিং মিল), লালমিয়া সরদার রোড, পোকার বাজার, জালালাবাদ আয়রন মার্কেট, সরকার পাম্পের পার্শ্বে সরকারি খালী জায়গা, ৫৩নং ওয়ার্ডের হাজী খোরশেদ আলী সরদার রোড ২১১/ডি হোল্ডিং হইতে ১৯২০ নং হোল্ডিং পর্যন্ত, কমিশনার রোড ১২১১/১/গ নং হো: হতে ১২৬১ পূর্ব জুরাইন পর্যন্ত, কলেজ রোড ১২১১/১/৬, পূর্ব জুরাইন কলেজ রোড হইতে ১২১১/গ/৫ নং হোল্ডিং পর্যন্ত, ওয়াসা রোড ৯৫ নং হোল্ডিং হইতে আফসার করিম রোড মুক্তার মেম্বার বাড়ি হইয়া ২২১ নং হোল্ডিং পর্যন্ত, গ্যাস পাইপ রোড, ১ নং সড়ক, বিড়ি ফ্যাক্টরি রোড, হাজী কালামিয়া সরদার রোড, এবং ৫৪ নং ওয়ার্ডের করিম উল্লারবাগ উচা বাড়ি ডেসা কলোনী রোড, করিম উল্লারবাগ বাজার গলি, ৪৮ নং করিম উল্লারবাগ হইতে ১১৪ পশ্চিম জুরাইন কবরস্থান রোড, পশ্চিম জুরাইন মিতালী কিণ্টার গার্ডেন স্কুল রোড, উত্তর জুরাইন পাইপ রাস্তা সাহাদাত হোসেন রোড, মুন্সীবাড়ী, নতুন জুরাইন আলমবাগ, মদীনা মসজিদ রোড, গ্যাস পাইপ রোড, কবির রোড, ঈগল বক্স রোড, মুসা ফকিরের গলি ও বউ বাজার রোড।

এর আগে গত ২৭ আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক কোরবানির জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে ৪৯৩ স্থান নির্ধারণ করার কথা জানিয়ে বলেন, ‘এসব স্থানে পশু জবাই করতে সরকার রাজধানীবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.