টাঙ্গাইলের কালীহাতিতে হতাহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা ও ক্ষোভ

সেপ্টেম্বর ১৯, ২০১৫

101টাঙ্গাইলের কালীহাতিতে পুলিশের জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি বর্ষণে হতাহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা ও ক্ষোভ

গতকাল ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালীহাতিতে সন্তানের সামনে মায়ের শ্লীলতাহানী, মা ও সন্তানকে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই রাষ্ট্রে আইনের শাসন সম্পূর্ণরুপে অনুপস্থিত এবং ক্ষমতাসীন গোষ্ঠীর ছত্র ছায়ায় সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা প্রদান করাই পুলিশের কর্তব্য, ন্যায় বিচার চাইলে জনতার উপর গুলি বর্ষণ করা পুলিশের বর্তমান পেশাদারিত্বের স্বরূপ উন্মোচন করে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের এবং জনতার মিছিলে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানচ্ছি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.