মেডিকেলের প্রশ্ন ফাঁস: ইউজিসির পরিচালক আটক

সেপ্টেম্বর ১৮, ২০১৫
maঢাকা: মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারি কমিশনার ওমর সিরাজসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও থেকে তাদের আটক করা হয়। এসময় ওমর সিরাজের রুমে তল্লাশি চালিয়ে প্রশ্নপত্র পাওয়া গেছে।

র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তাদের তিনজনকে আটক করা হয়েছে। ইউজিসির পরিচালক প্রশ্নপত্র ফাঁসের জন্য চীন থেকে একটি অত্যাধুনিক মেশিন এনেছেন।প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতের কথা স্বীকার করেছেন তিনি।

আজকের পরীক্ষায় চারজনকে প্রশ্নপত্র দেয়ার কথা ছিলো তার।তিনি আরো জানান, আটক বাকি দুইজন প্রশ্ন সমাধান করার কাজে নিয়েজিত ছিলো।এর আগে একই অভিযোগে মঙ্গলবার রাতে মহাখালী ডিওএইচএস থেকে ৩৮ হাজার টাকা এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকসহ চারজনকে আটক করা হয়।বৃহস্পতিবার কাফরুল থানার একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.