বিশ্বের জনপ্রিয়তম ১০ জাদুঘর

সেপ্টেম্বর ১৭, ২০১৫

50সম্প্রতি এক জরিপের ভিত্তিতে বিশ্বের জনপ্রিয়তম ১০টি জাদুঘরের তালিকা প্রকাশ করেছে ট্রিপঅ্যাডভাইজর নামে একটি প্রওতিষ্ঠান। এ তালিকায় বিশ্বের সেরা জাদুঘরের মর্যাদা পেয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।
ট্রিপ অ্যাডভাইজারের ট্রাভেলার্স চয়েস মিউজিয়াম লিস্ট এ তালিকা তৈরির জন্য ৬০০ প্রতিষ্ঠানকে বিবেচনা করে। এতে ব্যবহারকারীরা তাদের প্রিয় জাদুঘর নির্বাচনের জন্য তাদের মতামত প্রকাশ করে।
ফ্রান্সের লুভার মিউজিয়াম বিশ্বের সবেচেয়ে বেশি মানুষ দর্শন করেন। ২০১৪ সালে এখানে ৯.৩ মিলিয়ন দর্শনার্থী পদচারণা করেন। তবে এ র‌্যাংকিং অনুযায়ী লুভার মিউজিয়াম পঞ্চম স্থান দখল করেছে। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি জাদুঘর হলো-
১. দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র,
২. মিউজি ড’ওরসে, প্যারিস, ফ্রান্স,
৩. আর্ট ইন্সটিটিউট অফ শিকাগো, যুক্তরাষ্ট্র,
৪. মিউজিও ন্যাশিওনাল ডেল প্রাডো, মাদ্রিদ, স্পেন,
৫. মিউজি ডো লুভার, প্যারিস, ফ্রান্স,
৬. স্টেট হার্মিটেজ মিউজিয়াম অ্যান্ড উইন্টার প্যালেস, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া,
৭. ন্যাশনাল গ্যালারি, লন্ডন, যুক্তরাজ্য,
৮. দ্য রিকসমিউজিয়াম (ন্যাশনাল মিউজিয়াম), অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস,
৯. ভাসা মিউজিয়াম, স্টকহোম, সুইডেন,
১০. ন্যাশনাল মিউজিয়াম অফ অ্যান্থ্রোপলজি, মেক্সিকো সিটি, মেক্সিকো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.