শরণার্থী স্রোত ঠেকাতে সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া

সেপ্টেম্বর ১৬, ২০১৫

21ক্রমবর্ধমান শরণার্থী স্রোত ঠেকাতে এবার সীমান্ত বন্ধ করলো পশ্চিম ইউরোপের দেশ অস্ট্রিয়া। এর আগে শরণার্থী স্রোতে ঠেকাতে কঠোর আইন প্রয়োগ শুরু করে আরেক ইউরোপীয় দেশ হাঙ্গেরি।

 বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় হাঙ্গেরি সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রিয়া। ধীরে ধীরে দেশটির অন্যান্য সীমান্তও বন্ধ করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে জরুরি অবস্থা জারি করে সার্বিয়া সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি। সেই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বা অতিক্রম করলে পুলিশ আটক করতে পারবে- এ সংক্রান্ত একটি আইনও প্রয়োগ শুরু করে দেশটি।

হাঙ্গেরি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় প্রায় এক লাখ অভিবাসন প্রত্যাশীকে এরই মধ্যে আটক করা হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, সার্বিয়ায় কোনো যুদ্ধ বা অস্থিরতা চলছে না। আশ্রয় হিসেবে ওই দেশটিও নিরাপদ। কাজেই সার্বিয়া থেকে যদি কোনো অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে প্রবেশের অনুমতি চায়, তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে।

১৬ সেপ্টেম্বর, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.