নম্বর জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত

সেপ্টেম্বর ১৬, ২০১৫

19পরীক্ষার নম্বর জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে মোহাম্মদ আজহারুল ইসলামের বিরুদ্ধে নম্বর জালিয়াতির অভিযোগ প্রামাণিত হয়েছে। তাই তাকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, আইন বিভাগের নম্বর বিন্যাসের দায়িত্বে ছিলেন তিনি। এসময় তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দিয়েছেন, আবার কোনো শিক্ষার্থীকে নম্বর কমিয়ে দিয়েছেন। এটি তদন্তে উঠে এসেছে।

ঢাবি উপাচার্য আরও বলেন, এ ধরনের অপরাধ নৈতিক স্খলনের পর্যায়ে পড়ে। তাই উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আখতার হুসাইনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.