অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ম্যালকম টার্নবুল

সেপ্টেম্বর ১৫, ২০১৫

aaaঢাকা: অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা ম্যালকম টার্নবুল। এর আগে লিবারেল পার্টির সংসদীয় দলের ভোটাভুটিতে হেরে যাওয়ায় দলের পদ ও প্রধানমন্ত্রীত্ব হারান টনি অ্যাবোট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গভর্নমেন্ট হাউজে শপথ নেন ম্যালকম টার্নবুল। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল। ম্যালকম টার্নবুল ছিলেন টনি অ্যাবটের সরকারের যোগাযোগমন্ত্রী।

সোমবারের ভোটাভুটিতে সদ্যসাবেক প্রধানমন্ত্রী টনি ১০ ভোটের ব্যবধানে
ম্যালকমের কাছে হেরে যান। টনি পান ৪৪ ভোট। আর এর বিপরীতে ম্যালকম পেয়েছেন ৫৪ ভোট।

এ ব্যাপারে মঙ্গলবার টনি বলেছেন, এই অপসারণ সত্যিই কঠিন ছিল আমার জন্য। তবে পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমি।

এদিকে, শপথ বাক্য পাঠের কয়েক মুহূর্ত আগে ম্যালকম টার্নবুল বলেন, একজন অস্ট্রেলীয় হিসেবে এ সময়টা আমার কাছে সত্যিই দারুন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.