দুর্ঘটনার কবলে টম ক্রুজের শুটিং ইউনিট

সেপ্টেম্বর ১৪, ২০১৫
picহলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক টম ক্রুজ। সম্প্রতি কলম্বিয়ায় তার নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ব্যবহূত বিমান দুর্ঘটনায় দু’জন ইউনিট সদস্য নিহত হয়েছে। তবে বিমানটিতে অভিনেতা টম ক্রুজ থাকার কথা থাকলেও সৌভাগ্যবশত ছিলেন না তিনি।
এ বিষয়ে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সে দেশের একটি সংবাদ সংস্থা জানায়, ‘দুর্ঘটনাটিতে বিমানটির পাইলটসহ একজন ইউনিট কর্মী নিহত হয়েছে। বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। তবে টম ক্রুজ বিমানটিতে ছিলেন না।’
 দুর্ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে টম ক্রুজ বলেন, ‘কোনো প্রকার দুর্ঘটনাই কারও কাম্য নয়। সেক্ষেত্রে দুর্ঘটনায় ইউনিটের দুই সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তবে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার যেন পুনঃরাবৃত্তি না হয় সেদিকে আমাদের সবার আরও সতর্ক হওয়া উচিত।’ দুর্ঘটনাটির কারণে ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ইউনিভার্সাল পিকচার্স বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.