মক্কায় আহত ৪০ বাংলাদেশি আশঙ্কামুক্ত

সেপ্টেম্বর ১৩, ২০১৫

ppppরিয়াদ (সৌদি আরব): শুক্রবার মক্কা অঞ্চলে বায়ুর বেগ বেশি থাকায় মক্কার মসজিদুল হারামের নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়ে আহত ৪০ বাংলাদেশি এখন অনেকটাই আশঙ্কামুক্ত। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি সেই বলেও জানা গেছে।

আহতদের মধ্যে অন্তত ৪০ জন বাংলদেশি হজযাত্রী রয়েছেন বলে বাংলামেইলকে জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।

তিনি জানান, আহতরা এখন আশঙ্কামুক্ত। এমনকি আশঙ্কাজনক অবস্থায় থাকা শরীয়তপুরে বেদরগঞ্জ উপজেলার চান চৌকিদারও এখন সুস্থ। তাকে হাসপাতা থেকে হোটেলে নেয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান।

উল্লেখ্য, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মক্কার মসজিদুল হারামে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত হজযাত্রীসহ ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আড়াইশ’য়ের মতো। নিহতদের মধ্যে কোনো বিদেশি রয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে আহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, প্রচণ্ড বাতাস ও ঝড়-বৃষ্টির কারণে ক্রেনটি পড়ে যায়। এ সময় মসজিদুল হারামে বহু মুসল্লি মাগরিবের নামাজ আদায় করছিলেন। ফলে হতাহতের সংখ্যা এতো বেশি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.