আমাদের চেহারা, আচার আচরণের কতটা কাছাকাছি এই হোমো নালেদিরা?
মণিব্রতবাবু জানাচ্ছেন, “ছবি দেখে মনে হচ্ছে, নালেদির কান থেকে ব্রক্ষ্ণতালু পর্যন্ত উচ্চতা ছিল প্রায় নিয়েনডার্থালদের মতোই। এদের কপালের ‘ফ্রন্টাল বোন’ও অনেকটাই নিয়েনডার্থাল এবং আমাদের মতো। নখের খাঁজও এদের নিয়েনডার্থালদের মতো। তবে মাথার পিছনে হাড়ের গঠনটা নালেদিদের অনেকটাই হোমো ইরেকটাসের মতো। এটা থেকেই প্রাথমিক অনুমান, বিবর্তনের ইতিহাসে নালেদিরা এসেছিল হোমো ইরেকটাসের পরে। নিয়েলডার্থাল বা আর্কাইক হোমো সেপিয়েন্সের হয়ত বা সামান্য আগে। সবচেয়ে নজর কাড়া বিষয়টি হল, নালেদিদের দাঁতের গড়ন অবিকল মানুষের মতো। প্রায় আমাদেরই মতো চোয়াল। নিয়েলডার্থালদের মতো চোয়াল সম্ভবত অতটা ভারি এবং মোটা নয়।”

হোমো নালেদির জীবাশ্মের খোঁজে ছয় মহিলা

manus 1
আধুনিক মানুষের ঠিকঠাক পূর্বপুরুষ হওয়ার জন্য আর কী ‘যোগ্যতা’ রয়েছে হোমো নালেদির?
মণিব্রতবাবুর কথায়,“যেখানে এই জীবাশ্মগুলি মিলেছে, তা যদি সত্যিই কোনও কবরস্থান হয়, তাহলে বলতে হবে নালেদিরা আধুনিক মানুষের মতো কবর দিতেও জানত। যা জানত হোমো নিয়েনডার্থালরাও। কিন্তু ইরেকটাসরা কবর দিতে জানত না। এটা যদি হয়, তা হলে বলতেই হবে নালেদিরা এসেছিল হোমো ইরেকটাসের পরেই। হয় তারা ছিল নিয়েডার্থালদেরই  সমসাময়িক বা এসেছিল তার সামান্য কিছু আগে।”