শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই

সেপ্টেম্বর ৮, ২০১৫

mal.ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পে-কমিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। পে-কমিশনে কী রয়েছে তারা সেটা বুঝতেই পারেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই প্রফেসর হতে চায়।

অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের নিম্ম পদে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেশি, উচ্চ পর্যায়ে কর্মকর্তার সংখ্যা কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এটা উল্টো। সেখানে প্রফেসরদের সংখ্যা বেশি। কারণ তারা সবাই প্রফেসর হতে চায়।

তিনি আরো বলেন, আন্দোলন বাদ দিয়ে তাদের (শিক্ষক) নিজেদের দুর্নীতি কমানোর দিকে বেশি নজর দেয়া উচিৎ।

নতুন পে-কমিশন অনুমোদন উপলক্ষে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীররা মঙ্গলবার তার দপ্তরে অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেলের কারণে সরকাররি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ গ্রহণের প্রবণতা কমে যাবে।

তিনি বলেন, বলা হয়ে থাকে বেতন কম হওয়ার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ নেন। বেতন বাড়ার কারণে এখন ঘুষ গ্রহণ কমে যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.