শাবি ভিসির পদত্যাগ দাবিতে কর্মবিরতি শুরু

সেপ্টেম্বর ৬, ২০১৫

sahaশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে সরকার সমর্থক শিক্ষকদের একাংশ। আজ রোববার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বিকেল পর্যন্ত।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও উপাচার্যের অপসারণের দাবিতে তিন দিনের কর্মসূচি শেষে এ কর্মবিরতির ঘোষণা দেন।

গত ১২ এপ্রিল শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে সরকার সমর্থিত শিক্ষকদের একাংশ। পরে তাঁরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ধারাবাহিক আন্দোলন শুরু করেন।

এদিকে, ভিসির পক্ষের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কিছু মাত্রা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.