আন্তঃনদী সংযোগ, মতামতের ভিত্তিতি করণীয় নির্ধারণের দাবি সিপিবি-বাসদের

সেপ্টেম্বর ৩, ২০১৫

সম্প্রতি ভারতের পক্ষ থেকে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ মরুকরণের দিকে এগিয়ে যাবে। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতেCPBর ভিত্তিতি করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর পক্ষ থেকে ‘ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে প্রভাব ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভাটি আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে (২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা) অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন পানি বিশেষজ্ঞ ড. এস আই খান, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক, পরিবেশ আন্দোলনের নেতা প্রকৌশলী হেলাল উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পরিবেশ আন্দোলনের নেতা ডা. আব্দুল মতিন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.