আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

আগস্ট ২২, ২০১৫

i s aঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা ফাধিল আহমদ আল-হায়ালিকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। হাজ্জি মুতাজ্জ নামেও পরিচিত ছিলেন তিনি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে এক মার্কিন বিমান হামলায় হায়ালি মারা যান।

শনিবার বিবিসির খবরে বলা হয়, গত মঙ্গলবার ইরাকের মসুলের উত্তরে বাকুফা গ্রামে হায়ালির গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

হোয়াইট হাউজ দাবি করেছে, হায়ালির মৃত্যুর ফলে এই জঙ্গিগোষ্ঠীর কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে।

এ নিয়ে সাম্প্রতিক মাসগুলোয় ইরাক ও সিরিয়ায় আইএস অধ্যুষিত এলাকায় মার্কিন হামলায় বেশ কয়েকজন আইএস নেতা প্রাণ হারালো।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘ইরাক ও সিরিয়ায় অস্ত্র- গোলাবারুদ, সামরিক যান ও লোকবল যোগান দেয়ার গুরু দায়িত্ব পালন করতেন হায়ালি। তার মৃত্যুতে আইএসের কার্যক্রম গতি হারাবে।’

প্রাইস বলেন, ‘২০১৪ সালের জুনে মসুলে অভিযান চালানোসহ গত ২ বছরে ইরাকে আইএসের সব কার্যক্রমের পরিকল্পনায় ছিলেন এই নেতা।’

ইরাকের উত্তরাঞ্চলে আইএসের ওপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার ফলে কুর্দিরা আইএসের দখলে চলে যাওয়া ভূমির একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

হায়ালিকে আইএস শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির সেকেন্ড ইন কমান্ড বলা হয়ে থাকে। বাগদাদিও গত মার্চে এক মার্কিন বিমান হামলায় আহত হন বলে খবরে বলা হয়েছে।

ঢাকা জার্নাল, আগস্ট ২ঢাকা জার্নাল, আগস্ট ২২, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.