ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়লো ১ বছর

আগস্ট ২১, ২০১৫

taslima11ঢাকা জার্নাল: নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও একবছর বাড়িয়েছে ভারত সরকার।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (২১ আগস্ট) এ খবর দিয়েছে। তসলিমা নাসরিনের আবেদনের প্রেক্ষিতে ভারতের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তে গেল।taslima

চলতি বছর ১৭ আগস্ট ভিসার মেয়াদ শেষ হয় তসলিমার। সেসময়ই ভারতের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাসিত এই লেখিকার বসবাসের নতুন অনুমতিপত্র প্রক্রিয়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, বর্ধিত মেয়াদ চলতি বছর ২৩ জুলাই থেকে কার্যকর বলে ধরা হবে।

ভারত সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তসলিমা নাসরিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আরও এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়বে বলে তিনি আশা করছিলেন। সরকারের এ সিদ্ধান্তে তিনি খুবই খুশি।

এর আগে গত বছর সেপ্টেম্বরে এক বছরের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ায় ভারত সরকার। তার আগে এই লেখিকার আবেদনের প্রেক্ষিতে দুই মাসের জন্য সাময়িকভাবে ভিসার মেয়াদ বাড়ানো হয়।

মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা। সেই থেকে তিনি নির্বাসনে আছেন। দীর্ঘ দুই দশক তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতে থাকছেন। সুইডেনে তার নাগরিকত্ব রয়েছে। ২০০৪ সাল থেকে তিনি প্রতিবেশী ভারতে থাকছেন।

ঢাকা জার্নাল, আগস্ট ২১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.