ব্লগার নিলয় হত্যার বিচার দাবি যুব ও ছাত্র মৈত্রী’র

আগস্ট ১২, ২০১৫

moitriঢাকা জার্নাল: ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেছেন বাংলাদেশ যুব ও ছাত্র মৈত্রী নেতারা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিলয়ের মৃত্যুতে করা শোক সমাবেশ থেকে সংগঠন দু’টি এ দাবি করে।

সমাবেশের পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক মিছিল পল্টন, গুলিস্তান হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকারের সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ খুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মীয় জঙ্গিগোষ্ঠী স্বাধীনতার পক্ষের প্রগতিশীলদের নামের তালিকা ধরে একের পর এক খুন করছে। খুনীদের সেই তালিকায় নিলয়ের নামও ছিল।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিলয়ের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের আইজিপি জঙ্গিদের গ্রেফতার না করে লেখালেখি বন্ধে মদদ জোগাচ্ছেন। তার সুরে সুর মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও ব্লগারদের লেখালেখিকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিচ্ছেন, যা খুনীদের আরও উৎসাহিত করবে।

এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না মন্তব্য করে তারা বলেন, একটি খুনের পর আমরা রাস্তায় নামি, পুলিশ তৎপরতা দেখায়। কয়েকদিন পর আবারও খুন হয় অন্য কেউ। জনগণ এসব প্রতিরোধে পুলিশকে কার্যকর ভূমিকায় দেখতে চায়, হত্যাকারীদের গ্রেফতার দেখতে চায়। কোনো রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না।

যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সমাবেশে আরও বক্তব্য রাখেন- ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথ, জাহাঙ্গীর আলম ফজলু, সাইফুল ইসলাম তপন, আব্দুল আহাদ মিনার প্রমুখ।

এদিকে একই সময়ে জাতীয় মুক্তি কাউন্সিলও নিলয় হত্যার বিচার চেয়ে প্রেসক্লাবের সমানে সমাবেশ করেছে।

ঢাকা জার্নাল, ১২ আগস্ট, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.