যৌন নিপীড়নবিরোধী ৬ লাখ গণস্বাক্ষর প্রধানমন্ত্রী কার্যালয়ে

আগস্ট ১১, ২০১৫

Chatra_Unionঢাকা জার্নাল: যৌন নিপীড়নবিরোধী ৬ লাখ গণস্বাক্ষর প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে তারা এ গণস্বাক্ষরগুলোর কপি প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে দেন।

চার সদস্যের প্রতিনিধি দল এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে যান। এতে ছিলেন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, সাংগঠনিক সম্পদক জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পাদক তুহীন কান্তি দাশ, মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত।

এর আগে, সকালে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

চলতি বছরের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত যৌন নিপীড়নের ঘটনায় নিপীড়কদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়।

গণস্বাক্ষরের মাধ্যমে তরুণ প্রজন্ম জেগে উঠুক যৌন নিপীড়নের বিরুদ্ধে। আওয়াজ তুলুক, প্রতিবাদী হোক এবং যে কোনো অন্যায়-অত্যাচার, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ঘরে-বাইরে সবখানে প্রতিরোধ গড়ে তুলুক এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

ঢাকা জার্নাল, আগস্ট ১১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.