হাসান আজিজুল হক সম্মানিত করেছেন তসলিমা নাসরিনকে

আগস্ট ৩, ২০১৫

Taslima nasrin Rajঢাকা জার্নাল: মাতৃভূমিতে এক সময় নিজের জনপ্রিয়তার ছিল তসলিমা নাসরিনের। এসব কথা তার কাছে এখন শুধুই স্মৃতি। তবে দেশের স্বনামধন্য লেককরাও তাকে সম্মানিত করেছেন তা ভুলে যাননি তসলিমা। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকও তসলিমা নাসরিনকে সম্মানিত করেছেন।

তসলিমা নাসরিনের লেখা ও ছবি পাঠকের কাছে তুলে ধরা হল-

তসলিমা নাসরিন: একটা সময় ছিল, যখন আমার ভীষণ জনপ্রিয়তা ছিল বাংলাদেশে। একটা সময় ছিল যখন প্রখ্যাত লেখক বুদ্ধিজীবীরা আমার প্রশংসা করে পত্রিকায় লিখতেন।

Taslima Rajআমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অনেক কবি সাহিত্যিকই উন্মুখ হয়ে থাকতেন। একটা সময় ছিল হাসান আজিজুল হকের মতো স্বনামধন্য লেখক আমাকে সম্বর্ধনা দিতেন।
একবার আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওখানের শহীদ বেদিতে দাঁড়িয়ে কবিতা পড়েছি। হাসান আজিজুল হক এবং আরও লেখক-শিক্ষক আমাকে সম্মানিত করেছেন।

এখনকার তসলিমাবিরোধীদের কাছে এসব হয়তো নেহাত গল্প ছাড়া কিছু নয়।

Taslima Rajshahiআমার কাছেও, সত্যি বলতে কী, মাঝে মাঝে মনে হয়, ওই ঘটনাগুলো ঘটেছিল তো! এই ছবিগুলো সত্যি তো!

 

 

 

ঢাকা জার্নাল, আগস্ট ৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.