কমরেড অমল সেনের ১০১তম জন্মদিন

জুলাই ২০, ২০১৫

Amol Senঢাকা জার্নাল: তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অমল সেনের ১০১তম জন্মদিন আজ রোববার। ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইলের আউড়িয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন অমল সেন। শোষিত-নিপীড়িত কৃষক সমাজের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন সব সময়। কৃষকদের অধিকার আদায়ে তেভাগা আন্দোলনে অগ্রপথিকের ভূমিকা পালন করেন তিনি।

নবম শ্রেণীতে অদ্যয়নরত অমলে সেন তৎকালীন বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক সংগঠন ‘অনুশীলন’ গ্রুপে যোগ দেন। খুলনার বিএল কলেজে গণিতে পড়ার সময় মার্কসবাদী আদর্শে উদ্বুদ্ধ হন এবং নড়াইলে ফিরে এসে কৃষক আন্দোলন গড়ে তোলেন। পিতার জমিদারি তাকে কখনও আকৃষ্ট করতে পারেনি।

অমল সেন মনে প্রাণে বিশ্বাস করতেন মানব জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হতে পারে মানব সমাজের কল্যাণে আত্মনিয়োগ করা, তথা শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করা। আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় পাকিস্তান শাসনামলে ১৯ বছর তাকে কারাগারে কাটাতে হয়েছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অমল সেন।

তিনি ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাহিত করা হয়।

ওয়ার্কাস পার্টির পলিট সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস জানান, ঈদের কারণে অমল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে আগামী ২৮ জুলাই বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

ঢাকা জার্নাল, জুলাই ২০, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.