রাজন হত্যাকাণ্ড অন্যতম আসামি ময়না চৌকিদার গ্রেফতার

জুলাই ১৫, ২০১৫

rajon Moynaঢাকা জার্নাল: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি ময়না মিয়া ওরফে বড় ময়নাকে(৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়না মিয়া সিলেট শালালাবাদ থানার পীরপুর গ্রামের মৃত মনাউল্লার ছেলে। তিনি রাজন হত্যা মামলার ৪নং আসামি। পেশায় তিনি চৌকিদার।

টুকেরবাজার বণিক সমিতির সভাপতি পয়েজউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, বড় ময়না সুনামগঞ্জের ছাতকে পালিয়ে ছিলেন। রাজন হত্যাকাণ্ডে এলাকাবাসী ময়নার পরিবারকে চাপ দেয়। পরে মঙ্গলবার ময়না চৌকিদারের মা ও ভাই ছোট ময়নার সহযোগিতায় সুনামগঞ্জ থেকে তাকে সিলেটের পীরপুর গ্রামে নিয়ে আসা হয়। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

যদিও রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়না চৌকিদারকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ১৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.