আইসিটি খাতের ‍ওপর জোর দিলে দুর্নীতি কমে যাবে

জুলাই ১০, ২০১৫

Muhitঢাকা জার্নাল: আইসিটি খাতের ওপর জোর দিলে দেশে ২ থেকে ৩ শতাংশ দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি কমাতে আমরা আইসিটি’র ওপর জোর দিচ্ছি। কারণ আওয়ামী লীগ সরকারের  নির্বাচনী ইশতেহারে প্রধান নির্বাচনী স্লোগান ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ব। সুতরাং আমরা এই খাতকে গুরুত্ব দিচ্ছি। এতে জিডিপি’তে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে।’

মুহিত বলেন, বর্তমানে দেশের আর্থিকখাত গুলোতে বিপর্যয় চলছে, সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তা কাটিয়ে উঠতে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি পদ্ধতিগুলোর ফলে আর্থিক খাতের বিপর্যয় আর থাকবে না।’

‘দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির এক ভাগেরও বেশি ক্ষতি হয়েছে। তবে দেশের মানুষ রাজনৈতিক অস্থিরতা চায় না। দেশে অর্থনৈতিক শক্তি বাড়লে রাজনৈতিক অস্থিরতা এমনিতেই কেটে যাবে। আর পদ্ধতিগত দুর্নীতি না থাকলে জিডিপির প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যাবে।’

তিনি বলেন, প্রাইভেটখাতে বিনিয়োগ বাড়াতে হবে। এ খাতে কেন বিনিয়োগ বাড়ছে না তা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় রাজনৈতিক অস্থিরতা একটা বড় সমস্যা। বেসরকারি বিনিয়োগও বাড়াতে হবে।’

কর্সসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য আমরা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি কররো। ২০২০ সাল নাগাদ  ৩ দশমিক ৬ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ন খালিদ, এসএম গোলাম ফারুক।

এছাড়া এতে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক, এডিবি, জাতিসংঘ ও ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। ‍

মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড.শামসুল আলম।

ঢাকা জার্নাল, জুলাই ০৯, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.