লন্ডনের হাউস অব কমন্সে রুনাকে সংবর্ধনা

জুলাই ২, ২০১৫

Runaঢাকা জার্নাল: রুনা লায়লার প্রাপ্তির ঘরে যুক্ত হচ্ছে আরেক সম্মাননা। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষহাউজ অব কমন্সে সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। ফেসবুকে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

লন্ডনের  হাউস অব কমন্সে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ-এশিয়ান এক শিল্পীর ফিউশন অ্যালবামের মোড়ক খুলবেন রুনা। বাংলাদেশ সময় আজ বুধবার (১ জুলাই) রাত ১২টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) শুরু হবে অনুষ্ঠান।

এ প্রসঙ্গে রুনা বলেন, ‘এটা আমার জন্য বড় পাওয়া। বাংলাদেশি হিসেবেও গর্বের ব্যাপার। এজন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা।’

গত মে মাসে দশ দিনের সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যান রুনা। এরপর থেকে তিনি লন্ডনেই আছেন। সেখানে তার একমাত্র কন্যাসন্তান তানি লায়লা, জামাতা আর দুই নাতি থাকেন। তিনি ঢাকায় ফিরবেন আগামী ১২ জুলাই।

ঢাকা জার্নাল, জুলাই ১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.