ছবি না দেখলেও আমার কিছু যায় আসে না

জুন ১৮, ২০১৫

mental

ঢাকা জার্নাল: একটি চলচ্চিত্রের মূল শক্তিই বলি আর প্রাণই বলি সে দর্শক। দর্শক যদি গ্রহণ না করে তবে শুধু শুধু চলচ্চিত্র কেউ নির্মাণ করতেন না। সেই দর্শকদের উদ্দেশ্য করে যখন কোনো প্রযোজক বলেন, ‌‘আপনারা ছবি না দেখলেও আমার কিছু যায় আসে না’-তখন বুঝে নিতে হয় অনেক কথাই!

এখানে অভিমান থাকতে পারে, ভালোবাসার প্রকাশও থাকতে পারে। এমনকি দর্শকদের প্রতি অনুরোধও হতে পারে এই বাক্যের আড়ালে। আদতেও হয়েছে তাই-ই। ঢালিউড কিং শাকিব খান অভিনীত নির্মাণাধীন চলচ্চিত্র ‘মেন্টাল’র প্রযোজক পারভেজ চৌধুরী এমন মন্তব্য সম্বলিত একটি স্ট্যাটাস দিয়েছেন মেন্টাল ছবির ফেসবুক পেজে।

সেখানে তিনি লিখেছেন, ‘আসালামুয়ালাইকুম, আমি পারভেজ চৌধুরী আজকে আপনাদের উৎসাহ দেখে না লিখে পারলাম না। ‘মেন্টাল’ আপনাদের অনেক ভালো লাগা এবং ভালোবাসার ছবি তা আর বলতে বাকি রাখে না। তার কারণ আমি প্রডিউসার, আমার ডিরেক্টর, আমার ছবির প্রতিটা কলাকুশলী অনেক ভালোবাসা দিয়েছেন বলে আপনার মতন হাজার ভক্তের ভালোবাসার ছবি আজকে মেন্টাল। আপনাদের ভালোবাসা দেখে আমরা হয়ত অনেক কষ্টের মাঝে আনন্দ পাই, বুকে শান্তি ফিরে আসে। কিন্তু এই ভালোবাসাকে আবেগে রূপ দিবেন না- এটাই আমার অনুরোধ।’
তিনি আরো লিখেন, ‘সকল জল্পনা-কল্পনা মন থেকে ভুলে গিয়ে ছবিটা সুন্দরভাবে যাতে উপহার দিতে পারি তাই দোয়া করেন। অনেকে ইনবক্স এবং কমেন্টসের ঘরে নানা ভাবে আবেগ প্রকাশ করছেন। তারা বলেছেন ‘মেন্টাল না আসলে ঈদে ছবি দেখবো না, মেন্টাল ঈদে না দিলে শাকিব খান ভুল করবেন, ভাই মেন্টাল কি ঈদে আসবে? না আসলে শাকিব ভাইয়ের ছবি দেখবো না, ভিডিও গান প্রকাশ করেন, নানা ভাবে আবেগ প্রকাশ করছেন। কেন? ছবিটা দেখার অপেক্ষায় আছেন বলেই।’
পারভেজ দর্শকদের মেন্টাল ছবির জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, ‘এখন একটা কথা বলি, ভালো জিনিস হতে সময় লাগে, আর ভালো কিছু হলে সবাই বলে ভালো হয়েছে। কিন্তু তার জন্যে সময় দিতে হয়। আর টাকাটা যখন আমার মাথা ব্যথাটাও আমাকে নিতে দিন। আমি আমার ছবি যখন মনে হবে রিলিজ দিলে আমার টাকা পকেটে আসবে তখন রিলিজ দেবো স্পষ্ট কথা।’
তিনি দর্শকদের অনুরোধ করে লিখেছেন, ‘আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভালোবাসাটা যেন এমন হয়, আপনাদের প্রচারে সারা দেশ মেন্টাল হয়ে যায় এবং মেন্টাল রিলিজ হলে আমরা সবাই দেখতে যাবো। আর রাগ করে যদি আপনারা ফেসবুক ভাইরা যদি মেন্টাল নাও দেখতে যান, আমার কিছু যায় আসে না। আশা করি আমার রাগটাও বুঝতে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই কে।’
কথা ছিলো আসছে রোজা ঈদে মুক্তি পাবে শাকিব ও তিশা অভিনীত শামিম আহমেদের ছবি মেন্টাল। কিন্তু ছবিটির প্রযোজকের এই স্ট্যাটাসে সন্দেহ তৈরি হয়েছে ঈদে ছবিটি মুক্তি পাওয়া নিয়ে। আপাতত প্রযোজকের পরামর্শ মেনে শেস পর্যন্ত কী হয় সেটি দেখতে অপেক্ষাই করতে হবে।
ভালোবাসার ছবি স্লোগান নিয়ে নির্মিত হওয়া এই ছবিটির গল্পে দেখো যাবে দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এক গডফাদার। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমি। তা জেনে যায় সন্ত্রাসী চক্র। প্রতিবেদন জমা দেওয়ার আগেই সিমির ওপর নেমে আসে নির্মম অত্যাচার। সিমি ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। সিমিকে হারিয়ে তার ভালোবাসার মানুষটি উন্মাদ। সে খুঁজতে থাকে সেই গডফাদারকে। এমনই গল্প নিয়ে তৈরি হবে মেন্টাল-ইট ক্যান বি ইয়োর লাভ স্টোরি ছবিটি। পরিচালক শামিম আহমেদ। উন্মাদ প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। চ্যানেলের প্রতিবেদক সিমি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিশা।
বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত এই চলচ্চিত্রে গানের মানুষ পড়শীকে দেখা যাবে নায়িকা হিসেবে। আরও অভিনয় করেছেন আঁচল, কাবিলা, মিশা সওদাগরসহ অনেকে। এর একটি আইটেম গানে নেচেছেন লাক্স তারকা মৌসুমী হামিদ ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপক ও চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।
দেখুন ছবিটির ট্রেলার-

ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.