যে সাগরের পানিতে কেউ ডুবে না

নভেম্বর ৮, ২০১৪

Dead-Sea_75020141108140702ঢাকা জার্নাল: বিশ্বে হাজারও বিস্ময়ের অন্যতম একটি নাম ডেড সি বা মৃত সাগর। যে সাগরের পানিতে কেউ ডুবে না, সবাই ভেসে থাকে। এমনকি কেউ ডুবতে চাইলেও ডুবতে পারে না।

কি রহস্য আছে এই মৃত সাগরের পানিতে? আসলে ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর। বিশ্লেষকদের মতে, বিভিন্ন উপাদানের কারণে ডেড সি’র পানির প্লাবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লবতা শক্তির কারণে এই সাগরে কোনও কিছু ডুবে না। যে কেউ এই মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে।

ডেড সি বা মৃত সাগরটি জর্ডানে অবস্থিত। ডেড সি’র পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরাঈল, পূর্বে জর্ডান অবস্থিত। এন্ডোরেয়িক হাইপার-স্যালাইন ধরনের এই সাগরের পানির প্রধান উৎস জর্ডান নদী। এই সাগরের পানির লবণাক্ততা শতকরা ৩০ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে ৮.৬ গুণ বেশি লবণাক্ত।

ধারণা করা হয়, এটি একটি অভিশপ্ত স্থান। কেননা ডেড সি’তে কোন মাছ নেই, এই সাগরের পানিতে কোনও মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনও মাছ নেই। মূলত এই কারণেই এ সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে।

ঢাকা জার্নাল, নভেম্বর ৮, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.