সুন্দর চোখ ঢেকে রাখতে হবে

নভেম্বর ৬, ২০১৪

Eyebg_banglanews24_102884113ঢাকা জার্নাল: প্রকৃতির অনিন্দ্ সুন্দর দান নারী। এই নারী তার আকর্ষণীয় ও মোহনীয় চোখের ময়ায় পুরষ সমাজের আহার-নিদ্রা কেড়ে নিলেও সেই সুন্দর চোখই কাল হয়ে দাঁড়াচ্ছে সৌদি আরবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো বলছে, চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়া এ আইন মনে সৌদি আরবের নারীদের মোহনীয় ও আকর্ষণীয় চোখ ঢেকে রাখতে হচ্ছে। অর্থাৎ যে নারীরই চোখ অবর্ণনীয় সুন্দর সেই নারীকেই পুরো চেহারা ঢেকে রাখতে হচ্ছে। কিন্তু কেন এই আইন?

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নারীর আকর্ষণীয়-মোহনীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, এর প্রভাব পড়ছে সমাজে। সাম‍াজিক অবকর্যণ ঠেকাতেই নতুন এ আইন প্রণয়ন। আইনটির প্রস্তাবক সৌদি অ্যারাবিয়ান কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চ্যু অ্যান্ড দ্য প্রোভেনশন অব ভাইস’র মুখপাত্র

মোতালাব আল নাবেত যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোকে বলেন, আগে মুখ ঢেক চোখ খোলা রাখা গেলেও এখন সুন্দর চোখের নারীদের পুরো মুখই ঢেকে রাখতে হবে।আর প্রত্যেক ‘মুসলমানেরই’ এই আইনক সমর্থন .জানানো উচিত বলে মন্তব্য করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের ছেলে প্রিন্স নাইফ।

প্রশ্ন উঠেছে, কোন জোড়া চোখ আকর্ষণীয়, আর কোন জোড়া চোখ আকষণীয় নয় সেটা কীভাবে ঠিক হবে?
ঢাকা জার্নাল, নভেম্বর ৬, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.