আন্দোলন সহিংস হলে ছাড় দেবে না সরকার

আগস্ট ৩, ২০১৪

Kamalঢাকা জার্নাল : বিএনপির আন্দোলন-কর্মসূচি অহিংস হলে তাতে বাধা দেবে না সরকার। তবে সহিংস হলে, কোনো শিথিলতা নয়, কোনো রকম ছাড় দেওয়া হবে না।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল তো আন্দোলন করবেই। নিয়মন্ত্রান্ত্রিকভাবে দেশে যে আন্দোলন হয় সেটা চলবে। তবে যদি আন্দোলন সহিংস হয়, জ্বালাও পোড়াও করা হয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করে তাহলে প্রশাসন বসে থাকবে না।

নিয়মের মধ্যেই তারা যদি আন্দোলন করে। তাহলে আমরা রাজনৈদিক ভাবে তা মোকাবিলা করবো। আর যদি হিংসতা চালায় তাহলে যে কাজটি করার সেই কাজটিই করবো। কোনো শিথিলতা করবো না।

বিএনপির আন্দোলন হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা ইলেকশন করে এসেছি। কেউ কিছু বললো তাতে আমরা ভয় পেয়ে যাবো, তাতো নয়।

আন্দোলন প্রশ্নে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে। তারা যদি তা করে তাহলে আমাদের কিছুই করার নেই। আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে চাই।

ঢাকা জার্নাল, আগস্ট ৩, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.