দিল্লি গণধর্ষণ কাণ্ডে মূল ধর্ষকের আত্মহত্যা

মার্চ ১২, ২০১৩

ঢাকা জার্নাল: রাম সিংহ দিল্লিতে বাসে গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত রাম সিংহ আত্মহত্যা করেছে। সোমবার সকাল পাঁচটা নাগাদ এক রক্ষী জেলের ৩ নম্বর ব্যারাকে বাসচালক রাম সিংহকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিজের পরনের কাপড় দিয়ে তিহাড় জেলের মধ্যেই আত্মহত্যা করে সে। সোমবার তাকে আদালতে পেশ করার কথা ছিল। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলে জানা গিয়েছে। রাম সিংহের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দীনদয়াল হাসপাতালে। ইতিমধ্যেই জেলে পৌঁছেছে ফরেন্সিক দল। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

জেলরক্ষীদের সঙ্গে অন্যান্য অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিহাড় জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বাকি বন্দিরা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ব্যঙ্গ-বিদ্রূপ করত। তাই তাদের ৫ জনকে আলাদা সেলে ‘সুইসাইড ওয়াচ’-এ রাখা হয়েছিল। আজকের এই ঘটনার পর তিহাড় জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অন্য দিকে, অভিযুক্ত রাম সিংহের মৃত্যুর ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তার আইনজীবী।

ঢাকা জার্নাল: মার্চ ১১, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.