তথ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’

জানুয়ারি ৩১, ২০১৪

SWARUP SANDHANবাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতি ধারার পরিবর্তন তুলে ধরার জন্য নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) স্বরূপ সন্ধানের ৮টি গানের দৃশ্যায়ন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই তথ্যচিত্র নির্মাণ করছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী।

তথ্যচিত্রের গানগুলোর কথা ও সুর করেছেন আরাফাতুল কবির ও ভগীরথ মালো। সঙ্গীত পরিচালনা করেন দিদারুল করিম ও রবীন্স চৌধুরী। আর প্রতিটি গানে কণ্ঠ দিয়েছেন ভগীরথ মালো।

গানের শিরোনাম গুলো হচ্ছে রাইফেল যখন ক্যামেরা, অবিরাম শ্রমে আর ফসলে, কত গুণীজন সিনেমা বানালো, চলছিল ভালো, কথা থেকে যায়, সিনেমায় বাইন্ধা ছিল বাংলাদেশের গান, কি যে কারীগর, অচেতন রাখবে বাঙালিরে।

SWARUP SANDHAN 03নির্মাতাদের প্রত্যাশা, নানা মত ও পথ বিশ্লেষনের মধ্য দিয়ে ভবিষ্যতের চলচ্চিত্র গবেষক ও নির্মাতাদের জন্য এই তথ্যচিত্র সহায়ক হবে।

স্বরূপ সন্ধান নিয়ে বিস্তারিত জানা যাবে www.facebook.com/questforself এই ঠিকানায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.